লালমনিরহাটের হাতীবান্ধা সীমান্তে তারকাঁটার বেড়া কাটার সময় লাভলু হোসেন (৪০) নামে একজনকে আটক করেছে বিজিবি। গরু চোরাচালানের জন্য ভারতে বেআইনিভাবে প্রবেশের সময় রবিবার দিবাগত রাতে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে তারকাঁটার বেড়া কাটার প্লাস (কাটার), একটি স্মার্ট ফোন এবং দুটি সিমকার্ড জব্দ করা হয়। গতকাল তাকে থানায় হস্তান্তর করা হয়েছে। ওসি মাহমুদুন্নবী বলেন, ‘বিজিবি আসামিকে থানায় সোপর্দ করেছে।