চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় অপরিকল্পিত ও যত্রতত্র ড্রেনের কাজ করায় ব্যাহত হচ্ছে পানি নিষ্কাশন। সামান্য বৃষ্টি হলেই জলমগ্ন হয়ে থাকছে পৌর শহর। বাসাবাড়ির পানি নিষ্কাশন না হওয়ায় তা জমে রাস্তায় জলাবদ্ধতা তৈরি হচ্ছে। নির্মাণসামগ্রী ফেলে রাখায় রাস্তা বন্ধ হয়ে থাকছে। দীর্ঘ যানজটের সৃষ্টি হচ্ছে সড়কে। এতে চরম দুর্ভোগে পড়েছেন পৌরবাসী।
সংশ্লিষ্ট সূত্র জানায়, ১৯০৩ সালে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা প্রতিষ্ঠিত হয়। এ পৌরসভায় ৪০ কোটি টাকা ব্যয়ে ৪ হাজার ৪২ মিটার ড্রেন নির্মাণে একটি প্রকল্পের কাজ শুরু হয়েছে। এ কাজে একাধিক ঠিকাদার কাজ করছেন। তবে ঠিকাদাররা সিন্ডিকেট করে তাদের মন মতো যেখানে সেখানে রাস্তা বন্ধ করে কাজ করছে। অপরিকল্পিত কাজ করায় অনেক স্থানে ড্রেন বন্ধ হয়ে গেছে। এতে বাসাবাড়ির পানি জমে থাকছে রাস্তায়। সামান্য বৃষ্টি হলেই জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে। এ ছাড়া খোয়া, বালু, রড, সিমেন্ট রেখে দিনের পর দিন বন্ধ রাখা হচ্ছে রাস্তাগুলো। ফলে প্রতিদিনই ওইসব রাস্তায় দীর্ঘ যানজটের সৃষ্টি হচ্ছে। তবে পৌর কর্তৃপক্ষ বলছে ড্রেনের পাশে বিদ্যুতিক খুঁটি থাকায় ধারাবাহিক কাজ করা যাচ্ছে না।
ক্ষুব্ধ পৌরবাসী বলছেন, ধারাবাহিক কাজ না করে যত্রতত্র ড্রেনের কাজ হচ্ছে। শহরের একদিক থেকে ড্রেনের কাজ করা হলে জলাবদ্ধতা সৃষ্টি হতো না। পৌরবাসীও দুর্ভোগে পড়ত না। এ ব্যাপারে একাধিক ঠিকাদারের সঙ্গে যোগাযোগ করা হলে তারা কোনো মন্তব্য করতে রাজি হননি।
দুর্ভোগের কথা স্বীকার করে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. তৌফিকুল ইসলাম বলেন, ড্রেনের পাশে বিদ্যুতিক খুঁটি আছে। এ ব্যাপারে নেসকোকে একাধিকবার তাগাদা দেওয়া হয়েছে। তার পরও তারা খুঁটিগুলো না সরানোয় ধারাবাহিক কাজ করা সম্ভব হচ্ছে না। তিনি বলেন, পৌরবাসীর দুর্ভোগ লাঘবে দ্রুত ড্রেন নির্মাণ কাজ শেষ করা হবে।