নওগাঁ শহরের বালুডাঙ্গায় কেন্দ্রীয় বাস টার্মিনালের অবস্থা জরাজীর্ণ। সামান্য বৃষ্টিতে এখানে জলাবদ্ধতা সৃষ্টি হয়। এ ছাড়া সড়কের দুই পাশ দখল করে বাস, ট্রাকসহ বিভিন্ন যানবাহন রাখায় সৃষ্টি হয় যানজট। সড়ক প্রশস্ত করার পরও তা কোনো কাজে আসছে না। প্রায়ই দুর্ঘটনা ঘটছে। বাস টার্মিনালের পেছনে পৌরসভার জায়গায় ময়লা আবর্জনা ফেলায় পরিণত হয়েছে ভাগাড়ে। সেখান থেকে ছড়ানো দুর্গন্ধে দূষিত হচ্ছে পরিবেশ। পথচারী, যাত্রী, চালক, শ্রমিকসহ সাধারণ মানুষকে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। সংশ্লিষ্টরা জানান, শহরের যানজট নিরসনে আশির দশকে প্রবেশ মুখে বালুডাঙ্গায় কেন্দ্রীয় বাস টার্মিনাল নির্মাণ করা হয়। এ টার্মিনাল থেকে প্রতিদিন পার্শ্ববর্তী পাঁচটি জেলা, জেলা সদরসহ এগারোটি উপজেলায় বাস চলাচল করে। প্রতিদিন অন্তত ৩০০টি বাসের চালক ও সুপারভাইজারসহ কয়েক হাজার শ্রমিক কাজ করেন। টার্মিনালে যাত্রী ছাউনি, বসার জায়গা, টয়লেটের সুব্যবস্থা নেই। প্রয়োজনের তুলনায় জায়গা কম হওয়ায় সবসময় ভিড় লেগেই থাকে। শহরের বরুনকান্দি এলাকার বাসিন্দা কালাম হোসেন বলেন, সড়কের পাশ দখল করে বিভিন্ন যানবাহন রাখা হয়। এ জন্য সড়কটি প্রশস্ত করার পরও পথচারীদের কোনো কাজে আসছে না। এ কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটছে। শহরের চকপ্রাণ মহল্লার নাজিম উদ্দিন বলেন, বালুডাঙ্গা বাসস্ট্যান্ড থেকে জেলার বিভিন্ন উপজেলা ও কয়েকটি জেলার বাস চলাচল করে। অথচ বাসস্ট্যান্ড অবস্থা জরাজীর্ণ। সামান্য বৃষ্টিতে জলাবদ্ধতা, কাঁদা হয়ে যায়। বাস থেকে নামার পর দাঁড়ানোর জায়গা না থাকায় রোদে থাকতে হয় এবং বৃষ্টিতে ভিজতে হয়। নওগাঁ জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের সভাপতি সৈয়দ রেজাউল মোস্তফা কালিমী বলেন, বাসস্ট্যান্ডের পেছনে পৌরসভার জায়গা ভাগাড়ে পরিণত হয়েছে। সেখানে প্রতিদিন পৌরসভার ময়লা আর্বজনা ফেলা হয়। দুর্গন্ধে অতিষ্ট চালক ও শ্রমিকরা। বাস রাখার জায়গা স্বল্পতার কারণে বাধ্য হয়ে সড়কের ওপর রাখতে হয়। নওগাঁ সড়ক ও জনপথ বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী নূরে আলম সিদ্দিক বলেন, বালুডাঙ্গা বাসস্ট্যান্ড থেকে বরুনকান্দি মোড় পর্যন্ত এক কিলোমিটার সড়ক ফোরলেনে উন্নীত করা হয়েছে। কিন্তু সড়কের দুইপাশের জায়গা দখল করে বাস, ট্রাকসহ বিভিন্ন যানবাহন রাখা হয়। ওয়ার্কশপের কাজ সড়কের ওপর করা হয়। সড়কের ওপর যানবাহন না রাখতে কয়েকবার মাইকিং করা হয়েছে। মাইকিং করার পর কিছুদিন ফাঁকা থাকে। তারপর আবারও একই চিত্র দেখা যায়। প্রয়োজনে প্রশাসনের সহযোগিতায় অভিযান পরিচালনা করা হবে।
শিরোনাম
- গণভোটের বিষয়ে ইসির প্রজ্ঞাপন
- ৩০০ আসনে রিটার্নিং ও সহকারী রিটার্নিং অফিসার নিয়োগ দিয়ে ইসির প্রজ্ঞাপন
- মগবাজার, মৌচাক ও মোহাম্মদপুরে ককটেল বিস্ফোরণ
- মেডিকেল ভর্তি পরীক্ষা আজ, কেন্দ্রের গেট বন্ধ হবে সাড়ে ৯টায়
- খালেদা জিয়ার চিকিৎসার সর্বশেষ অবস্থা জানাল মেডিকেল বোর্ড
- আমরা এখনো সিরিয়াস না হলে দেশের অস্তিত্ব হুমকির সম্মুখীন হবে: তারেক রহমান
- যুগপৎ আন্দোলনের সঙ্গীদের সঙ্গে বিএনপির বৈঠক পেছাল
- মাদকের টাকার জন্য নিজের ঘরে আগুন দিল যুবক
- তানজানিয়ায় নির্বাচনী সহিংসতা, দুই হাজারের বেশি নিহত
- লালবাগে ছুরিকাঘাতে যুবক খুন
- এশিয়া কাপের হ্যাটট্রিক শিরোপা জয়ের ব্যাপারে আশাবাদী হাকিম
- মাদারীপুরে আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন
- জবিতে তিন দফা দাবিতে ভিসি ভবন ঘেরাওয়ের হুশিয়ারি
- তফসিল ঘোষণাকে স্বাগত জানিয়েছে খেলাফত মজলিস
- সিরিয়ার সঙ্গে যুদ্ধ অনিবার্য: ইসরায়েলি মন্ত্রী
- ভেনেজুয়েলার ন্যাশনাল গার্ড মানবতাবিরোধী অপরাধ করেছে: জাতিসংঘ
- জাতি একটি ভালো নির্বাচনের অপেক্ষায় আছে: দুলু
- রেকর্ড ৯০১ বিলিয়ন ডলারের প্রতিরক্ষা ব্যয় বিল পাস যুক্তরাষ্ট্রের
- মাইজভাণ্ডারী যুব ফোরামের উদ্যোগে ‘ক্যারিয়ার গাইডেন্স’ সেমিনার
- লালমনিরহাটে জন্মান্ধ হাফেজার পাশে বিএনপি নেতা দুলু
নওগাঁ
জরাজীর্ণ টার্মিনাল যানজটে নাকাল
♦ শহরের বালুডাঙ্গা বাসস্ট্যান্ডের দুরাবস্থা ♦ সড়ক প্রশস্ত করেও কাজে আসছে না, অতিষ্ঠ যাত্রী পথচারী
বাবুল আখতার রানা, নওগাঁ
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর