গাইবান্ধা-পলাশবাড়ী আঞ্চলিক মহাসড়কের পাশেই ফেলা হচ্ছে পৌর এলাকার সব ময়লা-আবর্জনা। পৌর শহরের উদয়সাগর এলাকায় অপরিকল্পিতভাবে গড়ে তোলা এ ময়লার ভাগাড়ের চারপাশে আবাসিক এলাকা। ২০০ গজ দূরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। আশপাশে রয়েছে স্কুল, মাদ্রাসা। সেখান থেকে ছড়ানো উৎকট দুর্গন্ধ ও ধোঁয়ায় দূষিত হচ্ছে পরিবেশ, ছড়াচ্ছে রোগজীবাণু। চরম ভোগান্তি পোহাতে হচ্ছে এলাকার সাধারণ মানুষ, ওই সড়ক দিয়ে চলাচলকারী স্কুল-কলেজের শিক্ষার্থী ও পথচারীদের। সংশ্লিষ্টরা জানায়, ২০১১ সালে প্রতিষ্ঠিত হয় পলাশবাড়ী পৌরসভা। এ পৌরসভার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয় ২০১৯ সালে। তৃতীয় শ্রেণির এ পৌরসভায় নির্দিষ্ট কোনো ময়লার ভাগাড় নেই। তবে পৌর শহরের ২৪টি এলাকার ময়লা-আবর্জনা এনে ফেলা হচ্ছে এখানেই। সরেজমিন দেখা গেছে, পৌর শহরের উদয়সাগর এলাকায় এ ভাগাড়ের চারপাশে রয়েছে আবাসিক এলাকা। এর মাত্র ২০০ গজ দূরে একই পথে রয়েছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। রয়েছে স্কুল, মাদ্রাসা। স্থানীয়রা জানান, অপরিকল্পিতভাবে আবাসিক এলাকায় দিনের পর দিন পৌরসভা থেকে এসব ময়লা-আবর্জনা ফেলা হচ্ছে। এ ছাড়া এখানে সব সময় ময়লায় আগুন জ্বলতে থাকে। দুর্গন্ধ ও ধোঁয়ায় তারা অতিষ্ঠ হয়ে পড়েছেন। ওই এলাকার ফিরোজ কবীর, রায়হানুর রহমান ও হালিম মিয়াসহ একাধিক বাসিন্দা বলেন, দুর্গন্ধ ও ধোঁয়ার কারণে দূষিত হচ্ছে এলাকার পরিবেশ। এর ফলে ছড়াচ্ছে রোগজীবাণু; বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছেন আশপাশের বাসিন্দারা। তারা বলেন, একাধিকবার অভিযোগ দিয়েও কোনো প্রতিকার পাওয়া যায়নি। ওই সড়কের পাশে ৩ মাইল এলাকার বাসিন্দা ড্রাইভার সেলিম মিয়া বলেন, পলাশবাড়ীর এ জায়গায় এলেই মনে হয় গাড়ির ভিতরে দুর্গন্ধ ঢুকে যায়। পলাশবাড়ী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক মো. আল ইয়াসা রহমান তাপাদার বলেন, পৌরসভায় ময়লা-আবর্জনা রাখার জন্য নিজস্ব কোনো জমি নেই। পৌরসভার পক্ষ থেকে জমি খোঁজা হচ্ছে। আমরা বেশ কয়েকটি জায়গা দেখেছি। কিন্তু অধিক দাম হওয়ায় তা পৌরসভার পক্ষে ক্রয় করা সম্ভব হয়নি। তাছাড়াও সেসব জায়গায় ট্রাক যাওয়া-আসা করার জন্য রাস্তা না থাকায় কিছুটা দেরি হচ্ছে। পৌর প্রশাসক বলেন, জমি নির্বাচন করা হলেই ওই জায়গায় আর ময়লা আবর্জনা ফেলা হবে না।
শিরোনাম
- গণভোটের বিষয়ে ইসির প্রজ্ঞাপন
- ৩০০ আসনে রিটার্নিং ও সহকারী রিটার্নিং অফিসার নিয়োগ দিয়ে ইসির প্রজ্ঞাপন
- মগবাজার, মৌচাক ও মোহাম্মদপুরে ককটেল বিস্ফোরণ
- মেডিকেল ভর্তি পরীক্ষা আজ, কেন্দ্রের গেট বন্ধ হবে সাড়ে ৯টায়
- খালেদা জিয়ার চিকিৎসার সর্বশেষ অবস্থা জানাল মেডিকেল বোর্ড
- আমরা এখনো সিরিয়াস না হলে দেশের অস্তিত্ব হুমকির সম্মুখীন হবে: তারেক রহমান
- যুগপৎ আন্দোলনের সঙ্গীদের সঙ্গে বিএনপির বৈঠক পেছাল
- মাদকের টাকার জন্য নিজের ঘরে আগুন দিল যুবক
- তানজানিয়ায় নির্বাচনী সহিংসতা, দুই হাজারের বেশি নিহত
- লালবাগে ছুরিকাঘাতে যুবক খুন
- এশিয়া কাপের হ্যাটট্রিক শিরোপা জয়ের ব্যাপারে আশাবাদী হাকিম
- মাদারীপুরে আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন
- জবিতে তিন দফা দাবিতে ভিসি ভবন ঘেরাওয়ের হুশিয়ারি
- তফসিল ঘোষণাকে স্বাগত জানিয়েছে খেলাফত মজলিস
- সিরিয়ার সঙ্গে যুদ্ধ অনিবার্য: ইসরায়েলি মন্ত্রী
- ভেনেজুয়েলার ন্যাশনাল গার্ড মানবতাবিরোধী অপরাধ করেছে: জাতিসংঘ
- জাতি একটি ভালো নির্বাচনের অপেক্ষায় আছে: দুলু
- রেকর্ড ৯০১ বিলিয়ন ডলারের প্রতিরক্ষা ব্যয় বিল পাস যুক্তরাষ্ট্রের
- মাইজভাণ্ডারী যুব ফোরামের উদ্যোগে ‘ক্যারিয়ার গাইডেন্স’ সেমিনার
- লালমনিরহাটে জন্মান্ধ হাফেজার পাশে বিএনপি নেতা দুলু