কুমিল্লার হোমনা ও তিতাস উপজেলার মাঝ দিয়ে বয়ে গেছে হাভাতিয়া নদী। এ নদীর এক পারে তিতাসের বাতাকান্দির গুদারাঘাট, অন্য পারে হোমনা উপজেলার মহিষমারীর কালী গাছতলা ঘাট। এই পথে চলাচল করে হোমনা, তিতাস ও পাশের মেঘনা উপজেলার অন্তত ৪০ গ্রামের লক্ষাধিক মানুষ। বিকল্প না থাকায় তারা বাধ্য হয়ে বাতাকান্দি-মহিষমারী ঘাট দিয়ে ঝুঁকি নিয়ে নৌকায় হাভাতিয়া পারাপার হয়। বর্ষা মৌসুমে এই ঝুঁকি আরও বেড়ে যায়। রাতে নৌকা চলে না। গুরুতর অসুস্থদের হাসপাতালে নিতে সমস্যা হয়। প্রতিদিন স্কুল-কলেজ, হাসপাতাল, বাজারে যেতে ভোগান্তি পোহাতে হচ্ছে হাজার হাজার মানুষকে। একটি ব্রিজের জন্য ক্ষোভ-আক্ষেপ প্রকাশ করেছে এসব মানুষ। সরেজমিন দেখা যায়, পুরান বাতাকান্দির গুদারাঘাট-মহিষমারীর কালী গাছতলা ঘাট পারাপার হচ্ছে শিক্ষার্থী, রোগী, গ্রামবাসীসহ সাধারণ মানুষ। তাদের একমাত্র ভরসা খেয়া নৌকা। নদীতে স্রোত থাকায় নৌকা ঘাটে না গিয়ে দূরে চলে যায়। স্থানীয়রা জানান, হোমনা উপজেলার মহিষমারী, মাথাভাঙা, জয়দেবপুর, মুন্সিকান্দি, মেঘনা উপজেলার পাড়ারবন্ধ, রাধানগর, মুগারচর, মোল্লাকান্দি, কাশিপুর, লক্ষণখোলা, তিতাসের পুরান বাতাকান্দি, বৈদ্যারকান্দি, রামভদ্রা, ডাবুরভাঙ্গা, ওমরপুর, গোবিন্দপুর, দুর্বলভদী, নয়াকান্দি, তাতুয়াকান্দি, বারকাউনিয়া, চরকুমারিয়াসহ অন্তত ৪০ গ্রামের মানুষ এ ঘাট দিয়ে নদী পারাপার হয়। শুকনো মৌসুমে নদীতে কচুরিপানা জমে, নৌকা আটকে যায়, চালানো যায় না। শিক্ষার্থীরা জানায়, কখন নৌকা ডুবে যায় সেই ভয়ে থাকতে হয়। ওমরপুর গ্রামের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী রুবাইয়া আক্তার জানায়, নদী পারাপারে আমাদের নৌকার জন্য দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়। এ ছাড়া ডুবে যাওয়ারও আশঙ্কা থাকে। মহিষমারীর রিপন ভুঁইয়া বলেন, ব্রিজ না থাকায় এলাকাবাসীকে সাত মাইল-আট মাইল ঘুরে বাতাকান্দি বাজারে যেতে হয়। স্থানীয় গৃহিণী হালিমা বেগম বলেন, ব্রিজ না থাকায় শিক্ষার্থীরা যাতায়াতে সমস্যায় পড়ে। আতঙ্কে থাকতে হয়, কখন যেন দুর্ঘটনা ঘটে। স্থানীয় আবুল কাশেম ভুইয়া বলেন, এ পথে তিন উপজেলার ৪০ গ্রামের লক্ষাধিক মানুষ চলাচল করে। বাতাকান্দি ও গাজীপুরে স্কুল-মাদ্রাসা রয়েছে। শিক্ষার্থীদের যাতায়াতে সমস্যা হচ্ছে। রাতে নৌকা না চলায় সে সময় রোগীদের হাসপাতালে নিতে সমস্যা হয়। স্থানীয়রা আরও জানান, এলজিইডি কর্মকর্তারা গত বছর এ স্থান পরিদর্শন করেছেন। সয়েল টেস্টও হয়েছে। তবে এরপর আর কোনো অগ্রগতি নেই। উপজেলা প্রকৌশলী মো. খোয়াজের রহমান বলেন, ১০০ মিটার ব্রিজের প্রকল্পের আওতায় এর সয়েল টেস্ট হয়েছে বলে জেনেছি। আমি নতুন এসেছি। খোঁজ নিয়ে কাজটি এগিয়ে নিতে চেষ্টা করব।
শিরোনাম
- গণভোটের বিষয়ে ইসির প্রজ্ঞাপন
- ৩০০ আসনে রিটার্নিং ও সহকারী রিটার্নিং অফিসার নিয়োগ দিয়ে ইসির প্রজ্ঞাপন
- মগবাজার, মৌচাক ও মোহাম্মদপুরে ককটেল বিস্ফোরণ
- মেডিকেল ভর্তি পরীক্ষা আজ, কেন্দ্রের গেট বন্ধ হবে সাড়ে ৯টায়
- খালেদা জিয়ার চিকিৎসার সর্বশেষ অবস্থা জানাল মেডিকেল বোর্ড
- আমরা এখনো সিরিয়াস না হলে দেশের অস্তিত্ব হুমকির সম্মুখীন হবে: তারেক রহমান
- যুগপৎ আন্দোলনের সঙ্গীদের সঙ্গে বিএনপির বৈঠক পেছাল
- মাদকের টাকার জন্য নিজের ঘরে আগুন দিল যুবক
- তানজানিয়ায় নির্বাচনী সহিংসতা, দুই হাজারের বেশি নিহত
- লালবাগে ছুরিকাঘাতে যুবক খুন
- এশিয়া কাপের হ্যাটট্রিক শিরোপা জয়ের ব্যাপারে আশাবাদী হাকিম
- মাদারীপুরে আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন
- জবিতে তিন দফা দাবিতে ভিসি ভবন ঘেরাওয়ের হুশিয়ারি
- তফসিল ঘোষণাকে স্বাগত জানিয়েছে খেলাফত মজলিস
- সিরিয়ার সঙ্গে যুদ্ধ অনিবার্য: ইসরায়েলি মন্ত্রী
- ভেনেজুয়েলার ন্যাশনাল গার্ড মানবতাবিরোধী অপরাধ করেছে: জাতিসংঘ
- জাতি একটি ভালো নির্বাচনের অপেক্ষায় আছে: দুলু
- রেকর্ড ৯০১ বিলিয়ন ডলারের প্রতিরক্ষা ব্যয় বিল পাস যুক্তরাষ্ট্রের
- মাইজভাণ্ডারী যুব ফোরামের উদ্যোগে ‘ক্যারিয়ার গাইডেন্স’ সেমিনার
- লালমনিরহাটে জন্মান্ধ হাফেজার পাশে বিএনপি নেতা দুলু
প্রকাশ:
০০:০০, মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫
আপডেট:
০১:৪৯, মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫
/
দেশগ্রাম
সেতুর আক্ষেপ ৪০ গ্রামের মানুষের
মহিউদ্দিন মোল্লা, কুমিল্লা
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর