সুনামগঞ্জ জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ অবৈধ শটগানের কার্তুজ উদ্ধারের পাশাপাশি দুই যুবককে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল সকালে গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে ৯৫০ রাউন্ড ১২ বোর শটগানের কার্তুজ জব্দ করা হয়।
গ্রেপ্তাররা হলেন- সুনামগঞ্জ সদর থানার রাধানগর এলাকার মামুন মিয়া (২৩) এবং উবায়দুল (২১)। জেলা ডিবির ওসি মোহাম্মদ আহম্মদ উল্যাহ জানান, গ্রেপ্তার হওয়া দুজনসহ পালিয়ে যাওয়া অন্য দুজনের বিরুদ্ধেও জামালগঞ্জ থানায় অস্ত্র আইনে মামলা প্রক্রিয়াধীন। এ কার্তুজগুলো কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল এবং কারা এ চক্রের সঙ্গে জড়িত তা খতিয়ে দেখা হচ্ছে।