গাছে হোয়াইট ফ্লাই (সাদা মাছি) পোকার আক্রমণে বাগেরহাটে ছয় বছরে নারকেল উৎপাদনে ধস নেমেছে। এ সময়ে উৎপাদন কমে গেছে প্রায় ৭০ ভাগ। একই সঙ্গে নারকেলের দাম এই সময়ে অনেক বেড়ে যাওয়ায় এ জেলায় বন্ধ হয়ে গেছে ৯৯টি অটো কোকোনাট অয়েল মিল। বাগেরহাট বিসিক শিল্প নগরীতে এখন ১০টি অটো কোকোনাট অয়েল মিল ধুকে ধুকে চলছে। এতে চার লক্ষাধিক মানুষের জীবন-জীবিকায় দেখা দিয়েছে অচলাবস্থা। বিসিক, কৃষি বিভাগ ও আটো কোকোনাট অয়েল মিল মালিক সমিতি সূত্রে এসব তথ্য জানা গেছে। কৃষি বিভাগ জানায়, বাগেরহাট জেলায় নারকেল গাছে আশঙ্কাজনক হারে হোয়াইট ফ্লাই পোকার আক্রমণ দেখা দেয় ২০১৯ সাল থেকে। এরপর থেকে নারকেল উৎপাদন আশঙ্কাজনক হারে কমতে থাকে। এ পোকার আক্রমণে গাছের পাতা শুকিয়ে যাচ্ছে। গাছ মরে যাচ্ছে। ২০২৩-২৪ অর্থবছরে বাগেরহাটে ৩ হাজার ৬৫৪ হেক্টর বাগানে মাত্র ৩৩ হাজার ৪৫০ টন নারকেল উৎপাদন হয়। বাগেরহাট জেলা কোকোনাট অয়েল মিল মালিক সমিতির সাবেক সভাপতি মো. শেখ জবেদ আলী বলেন, এক সময়ে এ জেলায় লক্ষাধিক টন নারকেল উৎপাদন হতো। এর ওপর ভিত্তি করে গড়ে উঠেছিল ১০৯টি অটো কোকোনাট অয়েল মিল। পোকার আক্রমণে ২০১৯ সাল থেকে নারকেল উৎপাদনে ধস নামে। এর পর জেলায় নারকেলের ফলন প্রায় ৭০ শতাংশ কমে গেছে। এ ছাড়া শুকনা নারকেলের দাম ব্যাপক বেড়েছে। এখন প্রতি পিস শুকনো নারকেলের দাম ১০০ থেকে ১৫০ টাকায় হওয়ায় এক এক করে ৯৯টি কোকোনাট অয়েল মিল বন্ধ হয়ে গেছে। বন্ধ হয়ে যাওয়া বাগেরহাটের সববৃহৎ গ্রান্ড অটো কোকোনাট অয়েল মিল মালিক স্বপর কুমার বসু জানান, বাগেরহাটে নারকেল উৎপাদন যা হচ্ছে তার ৯০ শতাংশই কৃষকরা ডাব হিসেবে বিক্রি করে দিচ্ছেন। এ ছাড়া শুকনো বা ঝুনা নারকেল প্রতি পিস গড়ে বিক্রি হচ্ছে ১০০ থেকে ১৫০ টাকার বেশি দামে। বর্তমানে এক লিটার তেল উৎপাদন করতে গড়ে ১২টি নারকেলের প্রয়োজন হয়। এতে মিলে দাম পড়ে যায় কেজিপ্রতি প্রায় ১৫০০ টাকা। তবে বাজারে উৎপাদিত তেলের এই দাম না পাওয়ায় বন্ধ হয়ে গেছে ৯৯টি অটো কোকোনাট অয়েল মিল। বাগেরহাট বিসিকের উপব্যবস্থাপক মো. শরীফ সরদার জানান, এ জেলায় গড়ে উঠেছিল ১০৯টি আটো কোকোনাট অয়েল মিল। এখন মাত্র ১০টি অটো কোকোনাট অয়েল মিল ধুকে ধুকে চলছে। বাগেরহাট কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ মো. মোতাহার হোসেন জানান, জেলায় নারকেল গাছে হোয়াইট ফ্লাই বা সাদা মাছির আক্রমণ ব্যাপক বেড়েছে। এটি ২০১৯ সাল থেকে শুরু হয়। কৃষি বিজ্ঞানী সরেজমিনে পর্যবেক্ষণ করে সমন্বিত বালাই দমন ব্যবস্থায় (আইপিএম) পোকা দমনে পরামর্শ দিয়েছে। কিন্তু এই পোকা দমনে আইপিএমের সঠিক গাইড লাইন এখন পর্যন্ত হয়নি। বিমানে ওষুধ ছিটিয়ে পোকা দমন করা সম্ভব হলে আবারও নারকেল উৎপাদনের সোনালি সময় ফিরে আসবে মনে করেন তিনি।
শিরোনাম
- গণভোটের বিষয়ে ইসির প্রজ্ঞাপন
- ৩০০ আসনে রিটার্নিং ও সহকারী রিটার্নিং অফিসার নিয়োগ দিয়ে ইসির প্রজ্ঞাপন
- মগবাজার, মৌচাক ও মোহাম্মদপুরে ককটেল বিস্ফোরণ
- মেডিকেল ভর্তি পরীক্ষা আজ, কেন্দ্রের গেট বন্ধ হবে সাড়ে ৯টায়
- খালেদা জিয়ার চিকিৎসার সর্বশেষ অবস্থা জানাল মেডিকেল বোর্ড
- আমরা এখনো সিরিয়াস না হলে দেশের অস্তিত্ব হুমকির সম্মুখীন হবে: তারেক রহমান
- যুগপৎ আন্দোলনের সঙ্গীদের সঙ্গে বিএনপির বৈঠক পেছাল
- মাদকের টাকার জন্য নিজের ঘরে আগুন দিল যুবক
- তানজানিয়ায় নির্বাচনী সহিংসতা, দুই হাজারের বেশি নিহত
- লালবাগে ছুরিকাঘাতে যুবক খুন
- এশিয়া কাপের হ্যাটট্রিক শিরোপা জয়ের ব্যাপারে আশাবাদী হাকিম
- মাদারীপুরে আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন
- জবিতে তিন দফা দাবিতে ভিসি ভবন ঘেরাওয়ের হুশিয়ারি
- তফসিল ঘোষণাকে স্বাগত জানিয়েছে খেলাফত মজলিস
- সিরিয়ার সঙ্গে যুদ্ধ অনিবার্য: ইসরায়েলি মন্ত্রী
- ভেনেজুয়েলার ন্যাশনাল গার্ড মানবতাবিরোধী অপরাধ করেছে: জাতিসংঘ
- জাতি একটি ভালো নির্বাচনের অপেক্ষায় আছে: দুলু
- রেকর্ড ৯০১ বিলিয়ন ডলারের প্রতিরক্ষা ব্যয় বিল পাস যুক্তরাষ্ট্রের
- মাইজভাণ্ডারী যুব ফোরামের উদ্যোগে ‘ক্যারিয়ার গাইডেন্স’ সেমিনার
- লালমনিরহাটে জন্মান্ধ হাফেজার পাশে বিএনপি নেতা দুলু
বাগেরহাট
নারকেল উৎপাদনে ধস, বন্ধ ৯৯ মিল
নারকেল গাছে হোয়াইট ফ্লাই পোকার আক্রমণ চার লক্ষাধিক মানুষের জীবন-জীবিকায় অচলাবস্থা
শেখ আহসানুল করিম, বাগেরহাট
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর