দেশের অন্যতম গুরুত্বপূর্ণ ব্যবসা কেন্দ্র নারায়ণগঞ্জের নিতাইগঞ্জ পাইকারি বাজার। চট্টগ্রামের খাতুনগঞ্জ ও পুরান ঢাকার মৌলভীবাজারের পরই ছিল নিতাইগঞ্জের অবস্থান। দেশের প্রায় ৪০ জেলায় মালামাল যেত নিতাইগঞ্জ থেকে। পাওয়া যেত সব ধরনের পণ্য। বিশেষ করে লবণ, চিনি, চাল, ডাল, তেল, গম, আটা, ময়দা ও ভুসির জন্য প্রসিদ্ধ ছিল নিতাইগঞ্জ। বর্তমানে সেই জমজমাট ব্যবসা আর নেই। আস্থার ঘাটতি, বিনিয়োগে ভয়, মানুষের মধ্যে প্যানিক, সুযোগ-সুবিধা না পাওয়া- সব মিলিয়ে ব্যবসায় ধস নেমেছে। টিকে থাকা কঠিন হয়ে পড়েছে এখানকার শত শত ব্যবসায়ী ও শ্রমিকের। ব্যবসায়ীরা জানান, এখানে আগে প্রতিদিন শতাধিক ট্রাকে মাল লোড-আনলোড হতো। এখন অর্ধেকও হয় না। লোড-আনলোড শ্রমিকদের ব্যস্ততাও নেই। কষ্টে দিন কাটছে তাদের। দুশ্চিন্তায় পড়েছেন ব্যবসায়ীরা। জয় ট্রেডার্সের ব্যবস্থাপক কৃষ্ণ বাবু বলেন, আমি ৩৫ বছর ধরে এখানে ব্যবসা করছি। আগে সকাল থেকে রাত পর্যন্ত বেচাকেনা হতো। এখন ব্যবসায় ভাটা পড়েছে। কমে গেছে ক্রেতা। ভাই ভাই ট্রেডার্সের ব্যবস্থাপক পরিতোষ সাহা বলেন, নব্বইয়ের দশক থেকে ২০০৫ সাল পর্যন্ত ছিল সোনালি সময়। তখন দিনে শতাধিক ট্রাক মাল আসত। এখন ৩০-৪০ ট্রাকও আসে না। বড় বড় কোম্পানি সরাসরি বাজারে আসায় আমাদের মতো মাঝারি ব্যবসায়ীদের টিকে থাকা কঠিন হয়ে পড়েছে। লোড-আনলোড শ্রমিক হারুনুর রশিদ বলেন, ব্যবসায়ীরা দুর্যোগের মধ্যে আছে। এর প্রভাব শ্রমিকদের মধ্যে পড়েছে। আমরা খুব কষ্টে আছি। আগে যে পরিমাণ আয় হতো এখন তার তিন ভাগের এক ভাগও হয় না। ময়দার মিলগুলো বন্ধ হয়ে গেছে। ডাইলপট্টি লোড-আনলোড শ্রমিক ইউনিয়ন সাধারণ সম্পাদক জাহাঙ্গীর খান বলেন, এক সময় নিতাইগঞ্জের লবণ, ডাল ও ময়দা ব্যবসায়ীরা ছিল চাঙ্গা। এখন লবণ ব্যবসায়ী নেই বললেই চলে। ইউনিয়নের সভাপতি আবদুর রহমান বলেন, বর্তমান ব্যবসার অবস্থা খুবই খারাপ। শ্রমিকদের জীবীকা নির্বাহ কঠিন হয়ে পড়েছে। ইয়ার্ন মার্চেন্ট অ্যাসোসিয়েশন পরিচালক মজাহরুল ইসলাম জোসেফ বলেন, নিতাইগঞ্জ অনেক পুরোনো বাজার। এখানে ব্যবসা একেবারে তছনছ হয়েছে। পাইকারি ও খুচরা ব্যবসায়ী মালিক সমিতি সভাপতি শংকর সাহা বলেন, ফ্যাসিস্ট সরকারে লুটেরা শ্রেণি যেভাবে পেরেছে লুটপাট করছে। এর নেতিবাচক প্রভাব পড়েছে নিতাইগঞ্জের পাইকারি ব্যবসায়। দেশে স্থিতিশীল পরিবেশ দরকার। তখন হয়তো নিতাইগঞ্জ আবার আগের অবস্থায় ফিরবে।
শিরোনাম
- গণভোটের বিষয়ে ইসির প্রজ্ঞাপন
- ৩০০ আসনে রিটার্নিং ও সহকারী রিটার্নিং অফিসার নিয়োগ দিয়ে ইসির প্রজ্ঞাপন
- মগবাজার, মৌচাক ও মোহাম্মদপুরে ককটেল বিস্ফোরণ
- মেডিকেল ভর্তি পরীক্ষা আজ, কেন্দ্রের গেট বন্ধ হবে সাড়ে ৯টায়
- খালেদা জিয়ার চিকিৎসার সর্বশেষ অবস্থা জানাল মেডিকেল বোর্ড
- আমরা এখনো সিরিয়াস না হলে দেশের অস্তিত্ব হুমকির সম্মুখীন হবে: তারেক রহমান
- যুগপৎ আন্দোলনের সঙ্গীদের সঙ্গে বিএনপির বৈঠক পেছাল
- মাদকের টাকার জন্য নিজের ঘরে আগুন দিল যুবক
- তানজানিয়ায় নির্বাচনী সহিংসতা, দুই হাজারের বেশি নিহত
- লালবাগে ছুরিকাঘাতে যুবক খুন
- এশিয়া কাপের হ্যাটট্রিক শিরোপা জয়ের ব্যাপারে আশাবাদী হাকিম
- মাদারীপুরে আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন
- জবিতে তিন দফা দাবিতে ভিসি ভবন ঘেরাওয়ের হুশিয়ারি
- তফসিল ঘোষণাকে স্বাগত জানিয়েছে খেলাফত মজলিস
- সিরিয়ার সঙ্গে যুদ্ধ অনিবার্য: ইসরায়েলি মন্ত্রী
- ভেনেজুয়েলার ন্যাশনাল গার্ড মানবতাবিরোধী অপরাধ করেছে: জাতিসংঘ
- জাতি একটি ভালো নির্বাচনের অপেক্ষায় আছে: দুলু
- রেকর্ড ৯০১ বিলিয়ন ডলারের প্রতিরক্ষা ব্যয় বিল পাস যুক্তরাষ্ট্রের
- মাইজভাণ্ডারী যুব ফোরামের উদ্যোগে ‘ক্যারিয়ার গাইডেন্স’ সেমিনার
- লালমনিরহাটে জন্মান্ধ হাফেজার পাশে বিএনপি নেতা দুলু
ব্যবসায় ধস, কষ্টে ব্যবসায়ী-শ্রমিক
নিতাইগঞ্জ পাইকারি বাজার - ৪০ জেলায় মালামাল যেত নিতাইগঞ্জ থেকে পাওয়া যেত সব ধরনের পণ্য
মোবাশ্বির শ্রাবণ, নারায়ণগঞ্জ
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর