জেলার বিভিন্ন এলাকায় অজানা রোগে মাঠের পর মাঠ কলা পরিপক্ব হওয়ার আগেই পেকে ও ফেটে নষ্ট হয়ে যাচ্ছে। এসব কলা এখন গবাদিপশুর খাদ্য হিসেবে ব্যবহার করতে হচ্ছে। কৃষকরা বলছেন, সার সংকট ও অতিরিক্ত বৃষ্টির কারণে কলা অপুষ্ট অবস্থায় পেকে যাচ্ছে। তবে কৃষি বিভাগ বলছে, অতিরিক্ত সার প্রয়োগের কারণে কলা পেকে যাচ্ছে। ফলে যে কলা একসময় মেহেরপুরের কৃষকের মুখে হাসি ফোটাত, তা এখন তাদের দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। এতে বিপাকে পড়েছেন শতশত চাষি ও ব্যাপারী। কৃষি বিভাগের তথ্য অনুযায়ী, চলতি মৌসুমে মেহেরপুর জেলায় প্রায় ৩ হাজার ৯০০ হেক্টর জমিতে কলা আবাদ হয়েছে। জেলার কৃষি অর্থনীতিতে সবজির পরেই কলার অবদান। এখানকার কলা সারা বছর দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করা হয়। কিন্তু এবার অজানা রোগে কলা পরিপক্ব হওয়ার আগেই পেকে যাচ্ছে। ফেটেও যাচ্ছে। এতে এ ফসল মাঠেই নষ্ট হচ্ছে। পাশাপাশি বাজারে দাম না থাকায় উৎপাদন খরচ তুলতে পারছেন না কৃষকরা। ফলে শতশত কাঁদি কলা এখন গরু-ছাগলের খাবারে পরিণত হচ্ছে। এতে চাষি ও ব্যবসায়ী পড়েছেন বড় ধরনের লোকসানে। কৃষক সজীব আহমেদ বলেন, এ বছর অতিরিক্ত বৃষ্টির ফলে কলাপাছের শেকড় পচে গেছে। যে কারণে কলা পরিপক্ব হওয়ার আগেই পেকে যাচ্ছে। এ ছাড়া যে পরিমাণ ফসফেট সারের প্রয়োজন, সংকটের কারণে চাষিরা জমিতে তা দিতে পারেনি। চাষি রনি বলেন, সমিতি থেকে টাকা তুলে ৩ বিঘা জমিতে কলা চাষ করেছিলাম। বাগানের কলা সব পেকে যাচ্ছে। কী কারণে এ অবস্থা হচ্ছে বুঝতে পারছি না। এ ব্যাপারে কৃষি অফিস থেকেও কোনো পরামর্শ পাচ্ছি না। একেবারে পথে বসে যেতে হবে। কলা ব্যবসায়ী ডালিম বলেন, ২৫ বিঘা কলা কেনা আছে আমার। গতকাল এক গাড়ি কলা ঢাকায় পাঠিয়েছিলাম, ৬০ হাজার টাকা লোকসান হয়েছে। বাকি কলাগুলো কী করব তা নিয়ে দুশ্চিন্তায় আছি। নতুন করে আর কলা কিনব না। মেহেরপুর কৃষিসম্প্রসরণ অধিদপ্তরের উপপরিচালক সনজীব মৃধা বলেন, অতিরিক্ত সার প্রয়োগের কারণে কলাগাছে এ সমস্যা দেখা দিতে পারে। কৃষকদের সঠিক পরামর্শ নিতে এবং জমির মাটির গুণগত মান যাচাই করে সার ব্যবহারের আহ্বান জানিয়েছেন এ কর্মকর্তা।
শিরোনাম
- গণভোটের বিষয়ে ইসির প্রজ্ঞাপন
- ৩০০ আসনে রিটার্নিং ও সহকারী রিটার্নিং অফিসার নিয়োগ দিয়ে ইসির প্রজ্ঞাপন
- মগবাজার, মৌচাক ও মোহাম্মদপুরে ককটেল বিস্ফোরণ
- মেডিকেল ভর্তি পরীক্ষা আজ, কেন্দ্রের গেট বন্ধ হবে সাড়ে ৯টায়
- খালেদা জিয়ার চিকিৎসার সর্বশেষ অবস্থা জানাল মেডিকেল বোর্ড
- আমরা এখনো সিরিয়াস না হলে দেশের অস্তিত্ব হুমকির সম্মুখীন হবে: তারেক রহমান
- যুগপৎ আন্দোলনের সঙ্গীদের সঙ্গে বিএনপির বৈঠক পেছাল
- মাদকের টাকার জন্য নিজের ঘরে আগুন দিল যুবক
- তানজানিয়ায় নির্বাচনী সহিংসতা, দুই হাজারের বেশি নিহত
- লালবাগে ছুরিকাঘাতে যুবক খুন
- এশিয়া কাপের হ্যাটট্রিক শিরোপা জয়ের ব্যাপারে আশাবাদী হাকিম
- মাদারীপুরে আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন
- জবিতে তিন দফা দাবিতে ভিসি ভবন ঘেরাওয়ের হুশিয়ারি
- তফসিল ঘোষণাকে স্বাগত জানিয়েছে খেলাফত মজলিস
- সিরিয়ার সঙ্গে যুদ্ধ অনিবার্য: ইসরায়েলি মন্ত্রী
- ভেনেজুয়েলার ন্যাশনাল গার্ড মানবতাবিরোধী অপরাধ করেছে: জাতিসংঘ
- জাতি একটি ভালো নির্বাচনের অপেক্ষায় আছে: দুলু
- রেকর্ড ৯০১ বিলিয়ন ডলারের প্রতিরক্ষা ব্যয় বিল পাস যুক্তরাষ্ট্রের
- মাইজভাণ্ডারী যুব ফোরামের উদ্যোগে ‘ক্যারিয়ার গাইডেন্স’ সেমিনার
- লালমনিরহাটে জন্মান্ধ হাফেজার পাশে বিএনপি নেতা দুলু