সন্ত্রাসের জনপদে পরিণত হয়েছে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ফিলিপনগর ইউনিয়ন। ‘গিট্টু সোহাগ ও টুকু’ এবং ‘লালচাঁদ’ বাহিনীর হাতে জিম্মি হয়ে পড়েছেন এখানকার বাসিন্দারা। দুটি সন্ত্রাসী বাহিনীর সদস্যরা প্রায়ই প্রকাশ্যে দিচ্ছে অস্ত্রের মহড়া। ঘটছে খুনাখুনির ঘটনাও। সূত্র জানায়, ‘গিট্টু সোহাগ ও টুকু’ বাহিনীর নেপথ্যে রয়েছে একাধিক হত্যাসহ অন্যান্য মামলার আসামি আমিরুল, তরিকুল ইসলাম টুকু, গিট্টু-সোহাগ, জিল্লু, রিন্টু, শামীম, আল আমীনসহ অনেকে। আর লালচাঁদ বাহিনী নিয়ন্ত্রণ করে সুকচাঁদ, বিপ্লব ও বিমল, মামুন, নিজাম গং। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সূত্র জানায়, গত বছরের ৩০ সেপ্টেম্বর দৌলতপুর উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি ও তিনবারের ইউপি চেয়ারম্যান নঈম উদ্দিন সেন্টুকে তার অফিসে গুলি করে হত্যা করা হয়। এ ঘটনায় সরাসরি অংশ নেয় গিট্টু সোহাগ ও টুকু বাহিনীর ক্যাডাররা। এর আগে ২০২৩ সালে দৌলতপুর উপজেলার চক দৌলতপুরের মারুফ হত্যাকাণ্ডে ও গিট্টু-সোহাগের নাম আসে। নঈম উদ্দিন সেন্টু হত্যার পর জামিনে মুক্তি ছাড়া পেয়ে আবারও ফিলিপনগরে সন্ত্রাস ছড়িয়ে জনজীবন বিপর্যস্ত করে তুলেছে ‘গিট্টু-সোহাগ ও টুকু’ ও ‘লালচাঁদ’ বাহিনীর সদস্যরা। তারা নিয়মিত চাঁদাবাজি, জমি দখল, অস্ত্র বাণিজ্যসহ নানা অপরাধ করে চলছে। চরাঞ্চলের সাধারণ মানুষ সন্ত্রাসীদের জিম্মি হয়ে পড়েছে। প্রশাসনের দ্বারস্থ হতেও ভয় পাচ্ছে তারা। সূত্র জানায়, রাজনৈতিক পট পরিবর্তনের পর পুলিশ কিছুটা নিষ্ক্রিয় থাকার সুযোগে ফিলিপনগর, চিলমারী, মরিচার চরাঞ্চলে মাথাচাড়া দিয়ে উঠেছে গিট্টু সোহাগ ও টুকু এবং লালচাঁদ বাহিনী। এলাকাবাসী এ দুই বাহিনীর হাত থেকে রক্ষা পেতে অবিলম্বে ফিলিপনগর ইউনিয়নে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) অথবা বিজিবি ক্যাম্প স্থাপনের দাবি জানিয়েছেন। কুষ্টিয়া জেলা পুলিশ সুপার মিজানুর রহমান বলেন, দৌলতপুর থানাধীন ফিলিপনগর, চিলমারী, মরিচা- এ তিন ইউনিয়নের চরাঞ্চলে সন্ত্রাসীবিরোধী কার্যক্রম চলছে। বিষয়টি নিয়ে কুষ্টিয়া জেলা পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সব ইউনিট কাজ করছে।
শিরোনাম
- গণভোটের বিষয়ে ইসির প্রজ্ঞাপন
- ৩০০ আসনে রিটার্নিং ও সহকারী রিটার্নিং অফিসার নিয়োগ দিয়ে ইসির প্রজ্ঞাপন
- মগবাজার, মৌচাক ও মোহাম্মদপুরে ককটেল বিস্ফোরণ
- মেডিকেল ভর্তি পরীক্ষা আজ, কেন্দ্রের গেট বন্ধ হবে সাড়ে ৯টায়
- খালেদা জিয়ার চিকিৎসার সর্বশেষ অবস্থা জানাল মেডিকেল বোর্ড
- আমরা এখনো সিরিয়াস না হলে দেশের অস্তিত্ব হুমকির সম্মুখীন হবে: তারেক রহমান
- যুগপৎ আন্দোলনের সঙ্গীদের সঙ্গে বিএনপির বৈঠক পেছাল
- মাদকের টাকার জন্য নিজের ঘরে আগুন দিল যুবক
- তানজানিয়ায় নির্বাচনী সহিংসতা, দুই হাজারের বেশি নিহত
- লালবাগে ছুরিকাঘাতে যুবক খুন
- এশিয়া কাপের হ্যাটট্রিক শিরোপা জয়ের ব্যাপারে আশাবাদী হাকিম
- মাদারীপুরে আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন
- জবিতে তিন দফা দাবিতে ভিসি ভবন ঘেরাওয়ের হুশিয়ারি
- তফসিল ঘোষণাকে স্বাগত জানিয়েছে খেলাফত মজলিস
- সিরিয়ার সঙ্গে যুদ্ধ অনিবার্য: ইসরায়েলি মন্ত্রী
- ভেনেজুয়েলার ন্যাশনাল গার্ড মানবতাবিরোধী অপরাধ করেছে: জাতিসংঘ
- জাতি একটি ভালো নির্বাচনের অপেক্ষায় আছে: দুলু
- রেকর্ড ৯০১ বিলিয়ন ডলারের প্রতিরক্ষা ব্যয় বিল পাস যুক্তরাষ্ট্রের
- মাইজভাণ্ডারী যুব ফোরামের উদ্যোগে ‘ক্যারিয়ার গাইডেন্স’ সেমিনার
- লালমনিরহাটে জন্মান্ধ হাফেজার পাশে বিএনপি নেতা দুলু
দুই সন্ত্রাসী বাহিনীর হাতে জিম্মি ফিলিপনগরের মানুষ
চলছে প্রকাশ্যে অস্ত্রের মহড়া খুনাখুনি
কুষ্টিয়া প্রতিনিধি
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর