ফেরিঘাট সংকটে রাজবাড়ীর দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটের দৌলতদিয়া প্রান্তে যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়েছে। ফলে যাত্রী ও যানবাহন চালকদের ঘণ্টার পর ঘণ্টা ভোগান্তি পোহাতে হচ্ছে। গতকাল বিকালে দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় এ চিত্র দেখা গেছে। সংশ্লিষ্টরা জানান, দক্ষিণ পশ্চিমাঞ্চলের মানুষের ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে গমনে অন্যতম প্রবেশদ্বার দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুট। দৌলতদিয়া প্রান্তে সাতটি ফেরিঘাট রয়েছে। এর মধ্যে ১, ২, ৫ নম্বর ঘাট বন্ধ রয়েছে কয়েক বছর। গত বছর পদ্মার ভাঙনে বন্ধ হয়ে যায় ৬ নম্বর ফেরিঘাট। ৭ নম্বর ফেরিঘাটের সামনে নাব্য সংকট সৃষ্টি হওয়ার কারণে ওই ঘাটও ২৩ আগস্ট থেকে বন্ধ। দৌলতদিয়া প্রান্তে মাত্র দুটি ঘাট দিয়ে যাত্রী ও যানবাহন পারাপার করছে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ। ঘাট দুটি ছোট হওয়ার কারণে দৌলতদিয়া প্রান্তে ফেরিজট তৈরি হচ্ছে। ফেরিপারের অপেক্ষায় থাকা বেশ কয়েকজন ট্রাকচালক বলেন, দৌলতদিয়া প্রান্তে পণ্যবাহী ট্রাকগুলোকে ফেরিতে যেতে ১২ থেকে ১৪ ঘণ্টা সময় লাগছে। তারা অভিযোগ করেন, ফেরিঘাট কর্তৃপক্ষের অবহেলার কারণে দৌলতদিয়া প্রান্তের ঘাটগুলো মেরামত করা হয়নি। যে কারণে পর্যাপ্ত ফেরি থাকার পরও ভোগান্তি হচ্ছে। রয়েল ও সৌহার্দ পরিবহনের যাত্রীরা বলেন, দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে পর্যাপ্ত ফেরি রয়েছে। শুধু ঘাট সংকটের কারণে যাত্রীদের ভোগান্তি পোহাতে হচ্ছে। বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ঘাটের সহকারী মহাব্যবস্থাপক সালাহউদ্দীন বলেন, দুটি ঘাট দিয়ে ফেরির লোড-আনলোড করতে সমস্যা হচ্ছে। সন্ধ্যার পর থেকে কাঁচামালের ট্রাক বৃদ্ধি পায় সেই সময় ভোগান্তি হয়। বিআইডব্লিউটিএ আরিচা নদীবন্দরের উপপরিচালক সুব্রত রায় বলেন, দৌলতদিয়া প্রান্তে দুটি ঘাট সচল রয়েছে। আমরা সারাদিন সেখানে কাজ করেছি। ৭ নম্বর ফেরিঘাটের সামনে ড্রেজিং চলমান।
শিরোনাম
- গণভোটের বিষয়ে ইসির প্রজ্ঞাপন
- ৩০০ আসনে রিটার্নিং ও সহকারী রিটার্নিং অফিসার নিয়োগ দিয়ে ইসির প্রজ্ঞাপন
- মগবাজার, মৌচাক ও মোহাম্মদপুরে ককটেল বিস্ফোরণ
- মেডিকেল ভর্তি পরীক্ষা আজ, কেন্দ্রের গেট বন্ধ হবে সাড়ে ৯টায়
- খালেদা জিয়ার চিকিৎসার সর্বশেষ অবস্থা জানাল মেডিকেল বোর্ড
- আমরা এখনো সিরিয়াস না হলে দেশের অস্তিত্ব হুমকির সম্মুখীন হবে: তারেক রহমান
- যুগপৎ আন্দোলনের সঙ্গীদের সঙ্গে বিএনপির বৈঠক পেছাল
- মাদকের টাকার জন্য নিজের ঘরে আগুন দিল যুবক
- তানজানিয়ায় নির্বাচনী সহিংসতা, দুই হাজারের বেশি নিহত
- লালবাগে ছুরিকাঘাতে যুবক খুন
- এশিয়া কাপের হ্যাটট্রিক শিরোপা জয়ের ব্যাপারে আশাবাদী হাকিম
- মাদারীপুরে আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন
- জবিতে তিন দফা দাবিতে ভিসি ভবন ঘেরাওয়ের হুশিয়ারি
- তফসিল ঘোষণাকে স্বাগত জানিয়েছে খেলাফত মজলিস
- সিরিয়ার সঙ্গে যুদ্ধ অনিবার্য: ইসরায়েলি মন্ত্রী
- ভেনেজুয়েলার ন্যাশনাল গার্ড মানবতাবিরোধী অপরাধ করেছে: জাতিসংঘ
- জাতি একটি ভালো নির্বাচনের অপেক্ষায় আছে: দুলু
- রেকর্ড ৯০১ বিলিয়ন ডলারের প্রতিরক্ষা ব্যয় বিল পাস যুক্তরাষ্ট্রের
- মাইজভাণ্ডারী যুব ফোরামের উদ্যোগে ‘ক্যারিয়ার গাইডেন্স’ সেমিনার
- লালমনিরহাটে জন্মান্ধ হাফেজার পাশে বিএনপি নেতা দুলু