হবিগঞ্জের বাহুবল উপজেলার ভিতর দিয়ে বয়ে গেছে করাঙ্গী নদী। এই নদীতীরের একটি রাস্তায় দেখা দিয়েছে ভাঙন। পিচ উঠে গিয়ে কংক্রিটগুলো পড়ছে নদীতে। যে কোনো সময় রাস্তাটি পুরোপুরি নদীতে চলে যাবে-এমন আশঙ্কা স্থানীয়দের। দ্রুত মেরামতের দাবি জানিয়েছেন তারা। বাহুবল উপজেলা প্রকৌশলী (এলজিইডি) মাহফুজুর রহমান বলেন, সাব-ইঞ্জিনিয়ার রাস্তাটি পরিদর্শন করেছেন। জনস্বার্থে অতিদ্রুত ভাঙনরোধে ব্যবস্থা নেওয়া হবে। বাহুবল বাজার থেকে পূর্ব বাহুবলমুখী রাস্তাটির অবস্থান করাঙ্গী নদীর তীর ঘেঁষে। এই রাস্তার একাধিক স্থানে দেখা দিয়েছে ভাঙন। ঝুঁকি নিয়ে চলছে যানবাহন। ভাঙা রাস্তা দিয়ে যাতায়ত করতে গিয়ে দুর্ভোগ পোহাচ্ছেন এলাকাবাসী। এ রাস্তা দিয়ে প্রতিদিন বাহুবল সদরে যাতায়ত করেন ইছাকপুর, জয়নাবাদ, মৌড়ী, পুরাতন মৌড়ী, রামপুর, টিলাবাড়ী, ফয়জাবাদসহ অন্তত আট গ্রামের মানুষ। সিএনজিচালিত অটোরিকশা ও ভ্যান চলাচল করে রাস্তাটি দিয়ে। বেহালের কারণে অনেক চালকই ওই সড়কে যেতে চান না। যেসব যানবাহন চলাচল করে তাদের দিতে হয় অতিরিক্ত ভাড়া। রয়েছে জীবনের ঝুঁকিও। স্থানীয়রা জানান, রাস্তাটি দীর্ঘদিন সংস্কার না হাওয়ায় ভোগান্তির শেষ নেই। বিশেষ করে রোগী আনা-নেওয়ার ক্ষেত্রে বিড়ম্বনায় পড়তে হয় তাদের। প্রায় ৫ কিলোমিটার রাস্তার বেশির ভাগ ভাঙাচোড়া হওয়ায় সব সময় পাওয়া যায় না যানবাহন। তাদের অভিযোগ, বিষয়টি নিয়ে কারও কোনো মাথাব্যথা নেই। দ্রুত সংস্কার না হলে রাস্তাটি নদীতে যাওয়ারও আশঙ্কা রয়েছে। দ্রুত সংস্কার চান তারা। স্থানীয় আবদুল কুদ্দুস বলেন, আমরা বহু বছর ধরে এই রাস্তায় যাতায়াত করি। এখন একপাশ নদীতে ধসে পড়েছে। ঝুঁকি নিয়ে অটোরিকশা ও মোটরসাইকেলে যাতায়াত করতে হচ্ছে। রহিমা খাতুন বলেন, বাজার ও স্কুল-কলেজে যাওয়া, হাসপাতালে রোগী নেওয়া সব কিছুতেই এই রাস্তা আমাদের ভরসা। এখন রাস্তাটা ভয়ংকর অবস্থায় আছে। রাতের বেলা চলাচল করলে বড় দুর্ঘটনা ঘটতে পারে। অটোরিকশাচালক মনির মিয়া বলেন, আমাদের জীবিকা এই রাস্তার ওপর নির্ভরশীল। সড়কের বেহালের কারণে যানবাহনে যাত্রী উঠতে চান না। দ্রুত ব্যবস্থা না নিলে হয়তো রাস্তাটি একেবারে বন্ধ হয়ে যাবে।
শিরোনাম
- গণভোটের বিষয়ে ইসির প্রজ্ঞাপন
- ৩০০ আসনে রিটার্নিং ও সহকারী রিটার্নিং অফিসার নিয়োগ দিয়ে ইসির প্রজ্ঞাপন
- মগবাজার, মৌচাক ও মোহাম্মদপুরে ককটেল বিস্ফোরণ
- মেডিকেল ভর্তি পরীক্ষা আজ, কেন্দ্রের গেট বন্ধ হবে সাড়ে ৯টায়
- খালেদা জিয়ার চিকিৎসার সর্বশেষ অবস্থা জানাল মেডিকেল বোর্ড
- আমরা এখনো সিরিয়াস না হলে দেশের অস্তিত্ব হুমকির সম্মুখীন হবে: তারেক রহমান
- যুগপৎ আন্দোলনের সঙ্গীদের সঙ্গে বিএনপির বৈঠক পেছাল
- মাদকের টাকার জন্য নিজের ঘরে আগুন দিল যুবক
- তানজানিয়ায় নির্বাচনী সহিংসতা, দুই হাজারের বেশি নিহত
- লালবাগে ছুরিকাঘাতে যুবক খুন
- এশিয়া কাপের হ্যাটট্রিক শিরোপা জয়ের ব্যাপারে আশাবাদী হাকিম
- মাদারীপুরে আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন
- জবিতে তিন দফা দাবিতে ভিসি ভবন ঘেরাওয়ের হুশিয়ারি
- তফসিল ঘোষণাকে স্বাগত জানিয়েছে খেলাফত মজলিস
- সিরিয়ার সঙ্গে যুদ্ধ অনিবার্য: ইসরায়েলি মন্ত্রী
- ভেনেজুয়েলার ন্যাশনাল গার্ড মানবতাবিরোধী অপরাধ করেছে: জাতিসংঘ
- জাতি একটি ভালো নির্বাচনের অপেক্ষায় আছে: দুলু
- রেকর্ড ৯০১ বিলিয়ন ডলারের প্রতিরক্ষা ব্যয় বিল পাস যুক্তরাষ্ট্রের
- মাইজভাণ্ডারী যুব ফোরামের উদ্যোগে ‘ক্যারিয়ার গাইডেন্স’ সেমিনার
- লালমনিরহাটে জন্মান্ধ হাফেজার পাশে বিএনপি নেতা দুলু