কুড়িগ্রামে এক মাস ধরে ছোটবড় সব নদনদীর পানি কখনো বেড়েছে, কখনো কমেছে। জেলায় এক মাসে তিন দফা অস্থায়ী বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়। এক সপ্তাহ ধরে নদনদীর পানি কমছে। দেখা দিয়েছে তীব্র নদী ভাঙন। এতে জেলার সদর, নাগেশ্বরী, রাজারহাট, উলিপুর, চিলমারী, রৌমারী ও রাজিবপুর উপজেলায় তিস্তা, ধরলা ও ব্রহ্মপুত্র নদের পাড়ের মানুষ পড়েছে চরম বিপাকে। তারা কয়েক দফা নদী ভাঙনের শিকার হয়ে এখন দিশাহারা হয়ে পড়েছেন। জানা গেছে, রাজারহাট উপজেলায় ঘড়িয়ালডাঙা ইউনিয়নের রতিগ্রাম, তৈয়বখাঁসহ কয়েকটি এলাকায় এক মাস ধরে চলছে তিস্তা নদীর ভাঙন। বাড়িঘর, কৃষিজমি নদীতে বিলীন হচ্ছে। উলিপুর উপজেলার থেতরাই ইউনিয়নের দড়ি কিশোরপুরসহ কয়েকটি এলাকায় তিস্তা নদী এবং হাতিয়া ইউনিয়নের কয়েকটি গ্রামে ব্রহ্মপুত্র নদে তীব্র ভাঙন দেখা দিয়েছে। নাগেশ্বরী উপজেলার বামনডাঙা ইউনিয়নের কেদার ও বল্লভের খাস এলাকায় দুধকুমার নদের তীব্র ভাঙনে বাড়িঘর, স্থাপনা বিলীন হয়ে যাচ্ছে। এখানকার নদী ভাঙনের শিকার মানুষ রয়েছে কষ্টে। রৌমারী উপজেলার চরশৌলমারী ইউনিয়নের সোনাপুরসহ কয়েকটি এলাকায় ব্রহ্মপুত্র নদে দেখা দিয়েছে ভাঙন। নাগেশ্বরী উপজেলার কেদার এলাকায় দুধকুমার নদের ভাঙনের শিকার বাবলু মিয়া ও জমিলা বেওয়া বলেন, ‘হামার এটে মেলা দিন থাকি নদী ভাঙে। কিন্তু খালি ভাঙে গড়ে আর না। কয়বার বাড়ি সরাছি কিন্তু ফির নদী চলি আইসে। এটে অনেক মাইনসের বাড়িঘর ও আবাদের জমি নদীত গেইছে।’ এদিকে চিলমারীতে ব্রহ্মপুত্রের পানি বৃদ্ধি পাওয়ায় ভাঙন হুমকিতে রয়েছে কালিরকুড়া টি-বাঁধ, ডানতীর রক্ষা প্রকল্প ও কাঁচকোল এলাকার প্রায় ২ কিমি বাঁধ। এখানে টি-বাঁধের দুই ধার রক্ষা প্রকল্পের পিছিং সংযুক্ত না থাকায় ভাঙন আতঙ্ক বেড়েছে। ব্রহ্মপুত্র নদে ভাঙনের মুখে পড়েছে চিলমারীর কাঁচকোল বাজার, দুটি প্রাথমিক বিদ্যালয় ও মাদরাসাসহ কয়েকটি গ্রাম। টি-বাঁধের ডান দিকে প্রকল্পে ভাঙন দেখা দিয়েছে। ভাঙন আতঙ্কে দিন কাটছে এখানকার মানুষের। নদীতে পানি বেশি থাকায় জিও ব্যাগ ফেলানোয় ভাঙন রোধ হবে না- বলেন নদী পাড়ের বাসিন্দারা। ডানতীর রক্ষা প্রকল্প সম্পর্কে সাবেক ইউপি চেয়ারম্যান আবদুল করিম বলেন, টি-বাঁধ আর ওয়াপদা বাঁধ ভেঙে গেলে পুরো চিলমারী পড়বে হুমকির মুখে। বিলীন হয়ে যাবে শত শত গ্রাম। পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রাকিবুল হাসান বলেন, তিনটি নদীর ১০টি পয়েন্টে নদী ভাঙন চলছে। জিও ব্যাগ ফেলে অস্থায়ী ভিত্তিতে দুধকুমার ও ব্রহ্মপুত্র নদের ভাঙন রোধে কাজ চলছে।
শিরোনাম
- গণভোটের বিষয়ে ইসির প্রজ্ঞাপন
- ৩০০ আসনে রিটার্নিং ও সহকারী রিটার্নিং অফিসার নিয়োগ দিয়ে ইসির প্রজ্ঞাপন
- মগবাজার, মৌচাক ও মোহাম্মদপুরে ককটেল বিস্ফোরণ
- মেডিকেল ভর্তি পরীক্ষা আজ, কেন্দ্রের গেট বন্ধ হবে সাড়ে ৯টায়
- খালেদা জিয়ার চিকিৎসার সর্বশেষ অবস্থা জানাল মেডিকেল বোর্ড
- আমরা এখনো সিরিয়াস না হলে দেশের অস্তিত্ব হুমকির সম্মুখীন হবে: তারেক রহমান
- যুগপৎ আন্দোলনের সঙ্গীদের সঙ্গে বিএনপির বৈঠক পেছাল
- মাদকের টাকার জন্য নিজের ঘরে আগুন দিল যুবক
- তানজানিয়ায় নির্বাচনী সহিংসতা, দুই হাজারের বেশি নিহত
- লালবাগে ছুরিকাঘাতে যুবক খুন
- এশিয়া কাপের হ্যাটট্রিক শিরোপা জয়ের ব্যাপারে আশাবাদী হাকিম
- মাদারীপুরে আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন
- জবিতে তিন দফা দাবিতে ভিসি ভবন ঘেরাওয়ের হুশিয়ারি
- তফসিল ঘোষণাকে স্বাগত জানিয়েছে খেলাফত মজলিস
- সিরিয়ার সঙ্গে যুদ্ধ অনিবার্য: ইসরায়েলি মন্ত্রী
- ভেনেজুয়েলার ন্যাশনাল গার্ড মানবতাবিরোধী অপরাধ করেছে: জাতিসংঘ
- জাতি একটি ভালো নির্বাচনের অপেক্ষায় আছে: দুলু
- রেকর্ড ৯০১ বিলিয়ন ডলারের প্রতিরক্ষা ব্যয় বিল পাস যুক্তরাষ্ট্রের
- মাইজভাণ্ডারী যুব ফোরামের উদ্যোগে ‘ক্যারিয়ার গাইডেন্স’ সেমিনার
- লালমনিরহাটে জন্মান্ধ হাফেজার পাশে বিএনপি নেতা দুলু