তীব্র যানজটে অতিষ্ঠ ব্রাহ্মণবাড়িয়া পৌরবাসী। শহরের প্রধান সড়ক কাউতলী থেকে ঘাটুরা পর্যন্ত প্রায় সাড়ে পাঁচ কিলোমিটার। বিকল্প আর কোনো রাস্তা না থাকায় এই সড়কই ব্যবহার করতে হচ্ছে স্থানীয় বাসিন্দাদের। কাউতলী-ঘাটুরা সড়কে দিনভর থাকে তীব্র যানজট। নির্দিষ্ট গন্তব্যে যেতে লেগে যায় ঘণ্টার পর ঘণ্টা। শহরবাসীর চলাচলে যেমন ভোগান্তি হচ্ছে তেমনি নষ্ট হচ্ছে সময়। সংশ্লিষ্ট সূত্র জানায়, ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার জনসংখ্যা ২ লাখ ৬৪ হাজার ৩৪১। শহরের সরকারি দপ্তর, শিক্ষাপ্রতিষ্ঠান, হাসপাতাল, ব্যাংক, বাজার, ডায়াগনস্টিক সেন্টারসহ বেশির ভাগ গুরুত্বপূর্ণ স্থাপনা এই প্রধান সড়কের দুই পাশে। ফলে সব নাগরিককে যাতায়াতের জন্য কাউতলী-ঘাটুরা সড়ক ব্যবহার করতে হয়। আশুগঞ্জের ফিরোজ মিয়া সরকারি কলেজের শিক্ষক আজিজুর রহমান বলেন, শহরটি দিন দিন বসবাসের অযোগ্য হয়ে পড়ছে। হাঁটাপথে পাঁচ মিনিটের দূরত্ব যানজটের কারণে রিকশায় যেতে লাগে আধা ঘণ্টা। বিকল্প সড়ক নেই। ইজিবাইকে যেখানে-সেখানে যাত্রী ওঠানামা করে। ফলে শহরের বাসিন্দাদের দুর্ভোগ বেড়েই চলেছে। জেলা ট্রাফিক পুলিশ সূত্রে জানা যায়, ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার যানজট নিরসনে কাউতলী, টিএ রোড, ঘোড়াপট্টি সেতু, মঠের গোড়া, পুরাতন কোর্ট রোড মোড়, কুমারশীল মোড়, ল্যাবএইড মোড়, বিরাসার, মেড্ডা এলাকায় ট্রাফিক পুলিশ দায়িত্ব পালন করে। পৌরসভার লাইসেন্স শাখা সূত্রে জানা যায়, শহরের বিভিন্ন সড়কে চলাচলের জন্য পৌরসভা থেকে ৩ হাজার ব্যাটারিচালিত রিকশা ও ১ হাজার ৫০টি ইজিবাইককে লাইসেন্স দেওয়া হয়েছে। স্থানীয়রা জানান, কাউতলী থেকে টিএ রোড, ঘোড়াপট্টি সেতু, হাসপাতাল রোড, কুমারশীল মোড়, পাইকপাড়ায় সকাল থেকে রাত পর্যন্ত যানজট লেগে থাকে। সড়কের বিভিন্ন পয়েন্টে লাইসেন্সবিহীন রিকশা ও ইজিবাইক যাচাইয়ে পৌরসভার কোনো তদারকি বা উদ্যোগ নেই। মহাসড়কে যাতায়াতকারী যানবাহনও এই সড়ক দিয়ে চলাচল করে। এ ছাড়া আশুগঞ্জ নৌবন্দর থেকে আখাউড়া স্থলবন্দর পর্যন্ত চার লেন মহাসড়কের নির্মাণকাজ চলায় সন্ধ্যা ৭টার পর থেকেই এ সড়ক দিয়ে যাতায়াত করে দূরপাল্লার বাস ও পণ্যবাহী ট্রাক। জেলা সম্মিলিত নাগরিক কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট আবদুন নূর বলেন, মানুষ যানজটে অতিষ্ঠ হয়ে গেছে। দ্রুত লাইসেন্সবিহীন রিকশা-ইজিবাইক বন্ধ করতে হবে। জেলা ট্রাফিক পরিদর্শক মীর আনোয়ার হোসেন বলেন- বিকল্প সড়ক না থাকা, ফুটপাত দখল, সরু রাস্তা ও সড়কের ভাঙাচোরা অবস্থাও যানজটের বড় কারণ। পৌরসভার প্রশাসক ও জেলা প্রশাসনের স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক শঙ্কর কুমার বিশ্বাস বলেন, যানজট নিরসনের উদ্যোগ নেওয়া হয়েছে। শিগগিরই অবৈধ যানবাহন এবং ফুটপাত দখলকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হবে।
শিরোনাম
- গণভোটের বিষয়ে ইসির প্রজ্ঞাপন
- ৩০০ আসনে রিটার্নিং ও সহকারী রিটার্নিং অফিসার নিয়োগ দিয়ে ইসির প্রজ্ঞাপন
- মগবাজার, মৌচাক ও মোহাম্মদপুরে ককটেল বিস্ফোরণ
- মেডিকেল ভর্তি পরীক্ষা আজ, কেন্দ্রের গেট বন্ধ হবে সাড়ে ৯টায়
- খালেদা জিয়ার চিকিৎসার সর্বশেষ অবস্থা জানাল মেডিকেল বোর্ড
- আমরা এখনো সিরিয়াস না হলে দেশের অস্তিত্ব হুমকির সম্মুখীন হবে: তারেক রহমান
- যুগপৎ আন্দোলনের সঙ্গীদের সঙ্গে বিএনপির বৈঠক পেছাল
- মাদকের টাকার জন্য নিজের ঘরে আগুন দিল যুবক
- তানজানিয়ায় নির্বাচনী সহিংসতা, দুই হাজারের বেশি নিহত
- লালবাগে ছুরিকাঘাতে যুবক খুন
- এশিয়া কাপের হ্যাটট্রিক শিরোপা জয়ের ব্যাপারে আশাবাদী হাকিম
- মাদারীপুরে আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন
- জবিতে তিন দফা দাবিতে ভিসি ভবন ঘেরাওয়ের হুশিয়ারি
- তফসিল ঘোষণাকে স্বাগত জানিয়েছে খেলাফত মজলিস
- সিরিয়ার সঙ্গে যুদ্ধ অনিবার্য: ইসরায়েলি মন্ত্রী
- ভেনেজুয়েলার ন্যাশনাল গার্ড মানবতাবিরোধী অপরাধ করেছে: জাতিসংঘ
- জাতি একটি ভালো নির্বাচনের অপেক্ষায় আছে: দুলু
- রেকর্ড ৯০১ বিলিয়ন ডলারের প্রতিরক্ষা ব্যয় বিল পাস যুক্তরাষ্ট্রের
- মাইজভাণ্ডারী যুব ফোরামের উদ্যোগে ‘ক্যারিয়ার গাইডেন্স’ সেমিনার
- লালমনিরহাটে জন্মান্ধ হাফেজার পাশে বিএনপি নেতা দুলু