‘অহন বাড়ি গাঙে গেলে ছাওয়াল-মাইয়া নিয়া না খাইয়া মরমু’- পদ্মা নদীপাড়ে বসে এসব বলছিলেন ৮০ বছর বয়সি চান্দু মিস্ত্রি। সম্প্রতি সদর উপজেলার নদীভাঙনকবলিত নর্থচ্যানেল ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে পদ্মানদীর পাড়ে কথা হয় চান্দু মিস্ত্রির সঙ্গে। তিনি আরও বলেন, গাঙে পাঁচবার বাড়ি ভেঙেছে। বাপ-দাদার ভিডাও গাঙে গ্যাছে, মাইনষের জায়গায় ঘর উডাইয়া রইছি।’ শুধু চান্দু মিস্ত্রিই নন, পদ্মাপাড়ের হাজারো মানুষের এমন আহাজারি চলছে এখন। স্থানীয়রা জানান, পদ্মানদী বেষ্টিত নর্থচ্যানেল ইউনিয়ন। ইউনিয়নটিকে দুভাগে ভাগ করেছে পদ্মা। এর একাংশ ফরিদপুর সদরসংলগ্ন। মাঝে বিশাল পদ্মা। অপরাংশ মানিকগঞ্জ সংলগ্ন। দুই পাশেই ভাঙন চলছে। বিগত দিনে পদ্মার আগ্রাসী ভাঙনে বিলীন হয়েছে অনেক গ্রাম। সম্প্রতি ভাঙনে বিলীন হয়েছে ইমাম আলীর ডাঙী, জলিল সরদারের ডাঙী, আহমদ বেপারীর ডাঙী, শুকুর আলীর ডাঙী, ইউসুফ মাতুব্বরের ডাঙী গ্রাম। নদীতে গ্রাস করেছে চারটি বাজার ও একটি হাট। নদীগর্ভে চলে গেছে কয়েক শ কবর ও কয়েক কিলোমিটার বিদ্যুতের লাইন। প্রতি বছরই পানি বাড়া এবং কমার সময় তীব্র হয় নদীভাঙন। কয়েকদিন ধরে পদ্মার পানি বাড়তে থাকায় ব্যাপক ভাঙন দেখা দিয়েছে এ ইউনিয়নের এ পাড়ের ৫ ও ৬ নম্বর ওয়ার্ডে এবং অপর পাড়ে ৩ ও ৪ নম্বর ওয়ার্ডে। স্থানীয়রা আরও জানান, দুই সপ্তাহে নদীভাঙনে বিলীন হয়েছে কয়েক হাজার একর ফসলি জমি, বেশকিছু ঘরবাড়ি ও স্থাপনা। এখন হুমকির মধ্যে রয়েছে- তিনটি হাইস্কুল, কয়েকটি প্রাথমিক বিদ্যালয়, চারটি আশ্রয় কেন্দ্র, দুটি কমিউনিটি ক্লিনিক, দুটি বড় সেতু, ১২টি কাঁচাপাকা রাস্তা, ২০টি মসজিদ, দুটি দুদরাসা, পাঁচটি কিন্ডারগার্টেন, একটি আদর্শ গ্রাম, একটি গুচ্ছ গ্রাম, আশ্রয়ণ প্রকল্পের বেশকিছু ঘর, একটি ইটভাটা, গবাদিপশুর জন্য তৈরি দুটি মাটির কেল্লা, ৫ শতাধিক বসতবাড়ি ও বিপুল পরিমাণ ফসলি জমি। ৪ ও ৫ নম্বর ওয়ার্ডের নান্নু চৌধুরী, সরোয়ার হোসেন, মোস্তফা হোসেন, হাসেম মিস্ত্রিসহ কয়েকজন বলেন, দীর্ঘদিন ধরে প্রভাবশালী চক্র পদ্মা থেকে অবৈধভাবে বালু উত্তোলন করেছে। এ কারণে নদীর গতিপথ পাল্টে গেছে। ফলে এ বছর ভাঙনের তীব্রতা বেড়েছে। পানি কমতে শুরু করলে ভাঙন আরও তীব্র আকার ধারণ করতে পারে। স্থানীয় হাজি আবদুল জালাল, আনোয়ার খাঁ, শফিউদ্দিন, রাহেলা বেগম, জমিলা খাতুন অভিযোগ করে বলেন, প্রতি বছর নদী ভাঙে, কিন্তু দেখার কেউ নেই। ভাঙনের শিকার হয়ে নিঃস্ব হচ্ছে শত শত মানুষ। যেভাবে নদীভাঙন চলছে, কয়েক বছরের মধ্যে মানচিত্র থেকে নর্থচ্যানেল ইউনিয়ন হারিয়ে যাবে। নদীতীর ঘেঁষে বালু তোলার কারণেই তারা এমন ভয়াবহ সর্বনাশের শিকার হচ্ছেন। বিষয়টি নিয়ে প্রশাসন, জনপ্রতিনিধিদের জানানো হলেও কাজের কাজ কিছুই হয়নি। বারবার ভাঙনের শিকার হওয়া এসব অসহায় মানুষের মধ্যে প্রচ ক্ষোভের আগুন জ্বললেও প্রভাবশালীদের ভয়ে কিছু বলতে পারেন না। নদীভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটানো মানুষের আর্জি- স্থায়ীভাবে ভাঙনরোধে দ্রুত ব্যবস্থা নেওয়া হোক। তা না হলে বসতবাড়ি-জমিজমা হারিয়ে বাস্তুচ্যুত হবে হাজারো মানুষ। নর্থচ্যানেল ইউপির সাবেক চেয়ারম্যান মোস্তাকুজ্জামান বলেন, বিভিন্ন সময় প্রশাসন ও জনপ্রতিনিধিদের পক্ষ থেকে প্রতিশ্রুতি দেওয়া হলেও কাজের কাজ কিছুই হয়নি। শিগগিরই ভাঙনরোধে কার্যকর ব্যবস্থা না নিলে পুরো নর্থচানেল ইউনিয়নই বিলীন হয়ে যাবে। ফরিদপুর পানি উন্নয়ন বোর্ডের উপবিভাগীয় প্রকৌশলী মেহেদী হাসান বলেন, ভাঙন এলাকা সরেজমিন দেখেছি। ভাঙন ঠেকাতে জরুরি ভিত্তিতে বালুর বস্তা ফেলা হবে। স্থায়ী বাঁধের বিষয়ে প্রস্তাবনা ঢাকায় পাঠানো হবে।
শিরোনাম
- গণভোটের বিষয়ে ইসির প্রজ্ঞাপন
- ৩০০ আসনে রিটার্নিং ও সহকারী রিটার্নিং অফিসার নিয়োগ দিয়ে ইসির প্রজ্ঞাপন
- মগবাজার, মৌচাক ও মোহাম্মদপুরে ককটেল বিস্ফোরণ
- মেডিকেল ভর্তি পরীক্ষা আজ, কেন্দ্রের গেট বন্ধ হবে সাড়ে ৯টায়
- খালেদা জিয়ার চিকিৎসার সর্বশেষ অবস্থা জানাল মেডিকেল বোর্ড
- আমরা এখনো সিরিয়াস না হলে দেশের অস্তিত্ব হুমকির সম্মুখীন হবে: তারেক রহমান
- যুগপৎ আন্দোলনের সঙ্গীদের সঙ্গে বিএনপির বৈঠক পেছাল
- মাদকের টাকার জন্য নিজের ঘরে আগুন দিল যুবক
- তানজানিয়ায় নির্বাচনী সহিংসতা, দুই হাজারের বেশি নিহত
- লালবাগে ছুরিকাঘাতে যুবক খুন
- এশিয়া কাপের হ্যাটট্রিক শিরোপা জয়ের ব্যাপারে আশাবাদী হাকিম
- মাদারীপুরে আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন
- জবিতে তিন দফা দাবিতে ভিসি ভবন ঘেরাওয়ের হুশিয়ারি
- তফসিল ঘোষণাকে স্বাগত জানিয়েছে খেলাফত মজলিস
- সিরিয়ার সঙ্গে যুদ্ধ অনিবার্য: ইসরায়েলি মন্ত্রী
- ভেনেজুয়েলার ন্যাশনাল গার্ড মানবতাবিরোধী অপরাধ করেছে: জাতিসংঘ
- জাতি একটি ভালো নির্বাচনের অপেক্ষায় আছে: দুলু
- রেকর্ড ৯০১ বিলিয়ন ডলারের প্রতিরক্ষা ব্যয় বিল পাস যুক্তরাষ্ট্রের
- মাইজভাণ্ডারী যুব ফোরামের উদ্যোগে ‘ক্যারিয়ার গাইডেন্স’ সেমিনার
- লালমনিরহাটে জন্মান্ধ হাফেজার পাশে বিএনপি নেতা দুলু
প্রকাশ:
০০:০০, রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫
আপডেট:
০২:২৩, রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫
/
দেশগ্রাম
ফরিদপুরে ভাঙন
হাজারো মানুষের দীর্ঘশ্বাস পদ্মাপাড়ে
কামরুজ্জামান সোহেল, ফরিদপুর
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর