নেত্রকোনার হাওড়াঞ্চল খালিয়াজুরীতে সাড়ে ৩ কোটি টাকা ব্যয়ে নির্মিত ফায়ার সার্ভিস স্টেশনটি তিন বছরেও চালু হয়নি। অব্যবহৃত পড়ে থেকে নষ্ট হচ্ছে যন্ত্রাংশসহ অবকাঠামো। স্থানীয়রা বলছেন, ভবনটিও করা হয়েছে দুর্গম এলাকায়। এ ক্ষেত্রে ছিল না কোনো পরিকল্পনা। নেত্রকোনার ১০ উপজেলার মধ্যে খালিয়াজুরী অবস্থান দ্বীপের মতো। যেখানে শহর কিংবা অন্য উপজেলার সঙ্গে বর্ষাকালে নৌকা ছাড়া যোগাযোগের সুযোগ নেই। শুধু শুকনো মৌসুমে হেঁটে চলা উপযোগী থাকে। এই উপজেলায় প্রায়ই নৌকাডুবির ঘটনা ঘটে। এ দুর্ঘটনা এড়াতে গণপূর্ত বিভাগ ফায়ার সার্ভিস স্টেশন নির্মাণ করেছিল। সঠিক স্থানে ভবনটি না হওয়ায় বেঁধেছে বিপত্তি। জানা যায়, ৩ কোটি ৪৯ লাখ টাকা ব্যয়ে গণপূর্ত বিভাগের তত্ত্বাবধানে ২০২০ সালের এপ্রিল মাসে কাজ শুরু হয়। ২০২২-এন কাজ শেষ হলেও বিভিন্ন ত্রুটি-বিচ্যুতির জন্য ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ বুঝে নেয়নি। বাস্তবায়নাধীন কর্তৃপক্ষ ২০২৩ সালে ত্রুটি সেরে দেয়। কিন্তু ফায়ার সার্ভিসের ভারী গাড়ি যাওয়ার পথ এখনো হয়নি। ওই অঞ্চলে এমন পথ হওয়ার সুযোগও নেই। বছরের পাঁচ মাস পুরো হাওড় ডুবে থাকে। বর্ষা এবং শুকনো মৌসুমের মাঝামাঝি দুই মাস নৌকা চলে না আবার হাঁটা যায় না এমন পরিস্থিতি হয়। হাওড়বাসীর জন্য স্টেশনটি খুব দরকারি হলেও গাড়ি চলাচল করতে না পারায় সুফল মিলছে না। পরবর্তীতে মাটির সড়ক করে দিলেও তা এখন পানির নিচে। স্থানীয় বাসিন্দা এবং বিশেষজ্ঞরা মনে করছেন কোনো ধরনের পরিকল্পনা ছাড়াই অবকাঠামো গড়ে তোলা হয়েছে। এলাকাবাসীরও কোনো মতামত নেওয়া হয়নি। এ কারণে ভবনটি বুঝে নিতে পারছে না ফায়ার কর্তৃপক্ষ। এখনো পড়ে আছে অবকাঠামো। শুধু সরকারের টাকাই গচ্ছা গেছে। কাজ বাস্তবায়নকারী গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী ফারজান আনোয়ার বলেন, ভবনটি হস্তান্তরের জন্য অনেকবার তাদের (ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ) চিঠি দেওয়া হয়েছে। তারা বলেছে নির্মাণে কিছু ত্রুটি বিচ্যুতি আছে-তাও ঠিকও করা হয়েছে। মূলত কানেকটিং সড়কের বিষয়টি ডিপিপিতে ধরা ছিল না ফলে করা হয়নি। পরে মাটির সড়ক করে দিয়েছি। হস্তান্তরের আলোচনা চলছে। উপসহকারী পরিচালক হাফিজুর রহমান জানান, সড়ক না থাকায় বুঝে নেওয়া যায়নি। শুকনো মৌসুমে আমরা এটি বুঝে নেব।
শিরোনাম
- গণভোটের বিষয়ে ইসির প্রজ্ঞাপন
- ৩০০ আসনে রিটার্নিং ও সহকারী রিটার্নিং অফিসার নিয়োগ দিয়ে ইসির প্রজ্ঞাপন
- মগবাজার, মৌচাক ও মোহাম্মদপুরে ককটেল বিস্ফোরণ
- মেডিকেল ভর্তি পরীক্ষা আজ, কেন্দ্রের গেট বন্ধ হবে সাড়ে ৯টায়
- খালেদা জিয়ার চিকিৎসার সর্বশেষ অবস্থা জানাল মেডিকেল বোর্ড
- আমরা এখনো সিরিয়াস না হলে দেশের অস্তিত্ব হুমকির সম্মুখীন হবে: তারেক রহমান
- যুগপৎ আন্দোলনের সঙ্গীদের সঙ্গে বিএনপির বৈঠক পেছাল
- মাদকের টাকার জন্য নিজের ঘরে আগুন দিল যুবক
- তানজানিয়ায় নির্বাচনী সহিংসতা, দুই হাজারের বেশি নিহত
- লালবাগে ছুরিকাঘাতে যুবক খুন
- এশিয়া কাপের হ্যাটট্রিক শিরোপা জয়ের ব্যাপারে আশাবাদী হাকিম
- মাদারীপুরে আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন
- জবিতে তিন দফা দাবিতে ভিসি ভবন ঘেরাওয়ের হুশিয়ারি
- তফসিল ঘোষণাকে স্বাগত জানিয়েছে খেলাফত মজলিস
- সিরিয়ার সঙ্গে যুদ্ধ অনিবার্য: ইসরায়েলি মন্ত্রী
- ভেনেজুয়েলার ন্যাশনাল গার্ড মানবতাবিরোধী অপরাধ করেছে: জাতিসংঘ
- জাতি একটি ভালো নির্বাচনের অপেক্ষায় আছে: দুলু
- রেকর্ড ৯০১ বিলিয়ন ডলারের প্রতিরক্ষা ব্যয় বিল পাস যুক্তরাষ্ট্রের
- মাইজভাণ্ডারী যুব ফোরামের উদ্যোগে ‘ক্যারিয়ার গাইডেন্স’ সেমিনার
- লালমনিরহাটে জন্মান্ধ হাফেজার পাশে বিএনপি নেতা দুলু
প্রকাশ:
০০:০০, শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫
আপডেট:
০২:৪৪, শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫
/
দেশগ্রাম
খালিয়াজুরী
তিন বছরেও চালু হয়নি ফায়ার সার্ভিস স্টেশন, নষ্ট হচ্ছে অবকাঠামো
আলপনা বেগম, নেত্রকোনা
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর