‘মোগো একসময় সবই ছিল। এখন মোরা পথের ভিখারি হয়ে গেছি। মোগো কৃষিজমি-বসতবাড়িসহ সবকিছুই নদীর পেটে। শুধু স্মৃতি নিয়ে বেঁচে আছি। এক রাতেই চোখের সামনে নদী ভাঙনে সব বিলীন হয়ে গেছে। মোগো এখন পরের জায়গায় অস্থায়ী ঘর তৈরি করে থাকতে হচ্ছে। যাওয়ার কোনো জায়গা নেই। স্বামীর কবর পর্যন্ত রাক্ষুসে আড়িয়াল কেড়ে নিয়ে গেছে। আমাগো নদী ভাঙনের হাত থেকে আপনারা বাঁচান। মোগো পাশের বাড়ির লোকজন আতঙ্কে রয়েছে। যে কোনো মুহূর্তে তাদের বাড়িঘরও নদীর পেটে চলে যাবে।’ নদের ভাঙনে নিঃস্ব হয়ে এমন আকুতি জানালেন মাদারীপুরের কালকিনি উপজেলার সিডিখান এলাকার নতুন চর দৌলত খাঁ গ্রামের নদের পারের ৬৫ বছর বয়সি বৃদ্ধা ময়না বেগম। তাঁর মতো সবকিছু হারিয়ে আহাজারি করেন আরও শত শত মানুষ। তাঁরা বসতবাড়ি খুইয়ে দিশাহারা। সরেজমিন দেখা গেছে, নতুন চর দৌলত খাঁ গ্রামের পাশ দিয়ে বয়ে গেছে আড়িয়াল খাঁ নদ। তিন মাসে আড়িয়াল খাঁর তা বে গ্রামের কালাম খাঁ, আবদুর রব বেপারী, নুরুল ইসলাম, শাজাহান বেপারী, মাসুদ বেপারী, রিপন বেপারী, শিপন বেপারী, বাবুল বেপারী, সেলিম বেপারী, সাইম বেপারী, হুমায়ন বেপারী, মোতালেব হোসেন, সিদ্দিক, লিপি, রেণু বেগম, হুগলি বেগম, মহর কাজী, শেফালীসহ শতাধিক পরিবারের ফসলি জমি ও বসতবাড়ি বিলীন হয়ে গেছে। এ ছাড়া ভাঙন হুমকিতে রয়েছে নতুন চর দৌলত খাঁ গ্রামের পাকা সড়ক, খানবাড়ি মাদরাসা, ৪৪ নম্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়, নতুন চর দৌলত খাঁ জামে মসজিদ, নতুন চর দৌলত খাঁ প্রাথমিক বিদ্যালয়সহ অনেক প্রতিষ্ঠান। ভাঙন আতঙ্কে দিন কাটাচ্ছে দিদার সরদার, ফারুক সরদার, মহাসিন সরদার, নেয়ামুল কাজীর বসতবাড়ি, কুলসুম বেগম, সালেহা খানম, সৌরদ্দী হোসেন, রুবেলসহ অর্ধশতাধিক পরিবার। এ নদের ভাঙন থেকে রক্ষা পেতে সম্প্রতি নতুন চর দৌলত খাঁ গ্রামবাসী আড়িয়াল খাঁর পারে মানববন্ধনও করেছেন। ক্ষতিগ্রস্তরা আড়িয়াল খাঁর ভাঙন রোধে প্রশাসনের কাছে দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি জানান। তাঁরা ভাঙনকবলিত পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান জানান। সিডিখান এলাকার বাসিন্দা নেয়ামুল কাজী জানান, ‘নদী ভাঙন রোধে ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনকে অনেকবার বলেছি। কিন্তু কোনো কাজ হয়নি।’ মাদারীপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সানাউল কাদের বলেন, ‘ভাঙন রোধে সব রকম ব্যবস্থা নেওয়া হবে।’ ইউএনও সাইফ উল আরেফিন বলেন, ‘নদী ভাঙন রোধে জিও ব্যাগ ফেলার ব্যবস্থা নেওয়া হবে। ক্ষতিগ্রস্ত পরিবারদের শিগগিরই সহযোগিতা করা হবে।’
শিরোনাম
- গণভোটের বিষয়ে ইসির প্রজ্ঞাপন
- ৩০০ আসনে রিটার্নিং ও সহকারী রিটার্নিং অফিসার নিয়োগ দিয়ে ইসির প্রজ্ঞাপন
- মগবাজার, মৌচাক ও মোহাম্মদপুরে ককটেল বিস্ফোরণ
- মেডিকেল ভর্তি পরীক্ষা আজ, কেন্দ্রের গেট বন্ধ হবে সাড়ে ৯টায়
- খালেদা জিয়ার চিকিৎসার সর্বশেষ অবস্থা জানাল মেডিকেল বোর্ড
- আমরা এখনো সিরিয়াস না হলে দেশের অস্তিত্ব হুমকির সম্মুখীন হবে: তারেক রহমান
- যুগপৎ আন্দোলনের সঙ্গীদের সঙ্গে বিএনপির বৈঠক পেছাল
- মাদকের টাকার জন্য নিজের ঘরে আগুন দিল যুবক
- তানজানিয়ায় নির্বাচনী সহিংসতা, দুই হাজারের বেশি নিহত
- লালবাগে ছুরিকাঘাতে যুবক খুন
- এশিয়া কাপের হ্যাটট্রিক শিরোপা জয়ের ব্যাপারে আশাবাদী হাকিম
- মাদারীপুরে আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন
- জবিতে তিন দফা দাবিতে ভিসি ভবন ঘেরাওয়ের হুশিয়ারি
- তফসিল ঘোষণাকে স্বাগত জানিয়েছে খেলাফত মজলিস
- সিরিয়ার সঙ্গে যুদ্ধ অনিবার্য: ইসরায়েলি মন্ত্রী
- ভেনেজুয়েলার ন্যাশনাল গার্ড মানবতাবিরোধী অপরাধ করেছে: জাতিসংঘ
- জাতি একটি ভালো নির্বাচনের অপেক্ষায় আছে: দুলু
- রেকর্ড ৯০১ বিলিয়ন ডলারের প্রতিরক্ষা ব্যয় বিল পাস যুক্তরাষ্ট্রের
- মাইজভাণ্ডারী যুব ফোরামের উদ্যোগে ‘ক্যারিয়ার গাইডেন্স’ সেমিনার
- লালমনিরহাটে জন্মান্ধ হাফেজার পাশে বিএনপি নেতা দুলু