রাজশাহীর দুর্গাপুর উপজেলার তিওরকুড়ি থেকে পাঁচবাড়ী হয়ে দেলুয়াবাড়ী পর্যন্ত ৪ কিলোমিটার গ্রামীণ সড়কের কার্পেটিং এক মাসের মাথায় হাত দিয়ে টান দিলে উঠে যাচ্ছে। স্থানীয়দের অভিযোগ, কাজের নিম্নমানের কারণে এমন অবস্থা। সড়কটি সম্প্রতি স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) গ্রামীণ সড়ক প্রকল্পের আওতায় সংস্কার করা হয়েছে। খরচ হয়েছে ২ কোটি ৬৫ লাখ ৩৭ হাজার টাকা। নির্মাণকাজ বাস্তবায়ন করেছে চট্টগ্রামের ঠিকাদার প্রতিষ্ঠান মেসার্স ইউনুস অ্যান্ড ব্রাদার্স। নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ না হওয়ায় সেপ্টেম্বর (চলতি মাস) পর্যন্ত সময় বাড়ানো হয়। সরেজমিন দেখা গেছে, সড়কের পিচ কার্পেটিং ঠিকমতো জমাট হয়নি। স্থানীয়রা অভিযোগ করেন, মাটি লেভেল করা হয়নি। ইটখোয়া, বালু বা কুচি পাথর ঠিকভাবে বসানো হয়নি। সরাসরি পিচ ঢালাই করা হয়েছে। ফলে ছোটখাটো যানবাহনের চাপেই সড়ক ক্ষতিগ্রস্ত হচ্ছে। স্থানীয় মাসুদ রানা বলেন, ‘পা দিয়ে চাপ দিলেই কার্পেটিং উঠে যাচ্ছে। নতুন সড়কে এমন হওয়ার কথা না। আমরা কাজ চলাকালে প্রতিবাদ করেছি, কাজ হয়নি।’ ইয়াসিন আলী বলেন, ‘পরিমাণমতো উপকরণ ব্যবহার না হওয়ায় সড়কের পিচ উঠে যাচ্ছে। ট্রাক চললে সড়ক পুরোপুরি নষ্ট হবে। ভারী বৃষ্টিতেও পিচ থাকবে না।’ দেলুয়াবাড়ী এলাকার বাসিন্দা আবু বাক্কার বলেন, ‘৩ কোটি টাকার সড়ক মাস না ঘুরতেই বেহাল।’ তিওরকুড়ি এলাকার বাসিন্দা আনজুয়ারা বেগম বলেন, ‘পিচ ঢালাইয়ের আগে মাটি ঠিকমতো রোলিং করা হয়নি। ধুলাবালির ওপরই ঢালাই করা হয়েছে।’ দুর্গাপুর এলজিইডির উপজেলা প্রকৌশলী মাসুক-ই মোহাম্মদ দাবি করেছেন, সড়কটি ঠিকঠাক নির্মাণ করা হয়েছে। কাজ খারাপ হয়েছে বলে যে অভিযোগ উঠেছে তা সঠিক নয়। এলজিইডির নির্বাহী প্রকৌশলী জহিরুল ইসলাম বলেন, ‘সড়কের পিচ কার্পেটিং উঠে যাচ্ছে এমন অভিযোগ আমাদের কাছে এসেছে। উপজেলা প্রকৌশলীকে সরেজমিন পরিদর্শন করে প্রতিবেদন দিতে বলা হয়েছে। নির্মাণে ত্রুটি ধরা পড়লে ঠিকাদারকে পুনর্নির্মাণের নির্দেশ দেওয়া হবে।’
শিরোনাম
- গণভোটের বিষয়ে ইসির প্রজ্ঞাপন
- ৩০০ আসনে রিটার্নিং ও সহকারী রিটার্নিং অফিসার নিয়োগ দিয়ে ইসির প্রজ্ঞাপন
- মগবাজার, মৌচাক ও মোহাম্মদপুরে ককটেল বিস্ফোরণ
- মেডিকেল ভর্তি পরীক্ষা আজ, কেন্দ্রের গেট বন্ধ হবে সাড়ে ৯টায়
- খালেদা জিয়ার চিকিৎসার সর্বশেষ অবস্থা জানাল মেডিকেল বোর্ড
- আমরা এখনো সিরিয়াস না হলে দেশের অস্তিত্ব হুমকির সম্মুখীন হবে: তারেক রহমান
- যুগপৎ আন্দোলনের সঙ্গীদের সঙ্গে বিএনপির বৈঠক পেছাল
- মাদকের টাকার জন্য নিজের ঘরে আগুন দিল যুবক
- তানজানিয়ায় নির্বাচনী সহিংসতা, দুই হাজারের বেশি নিহত
- লালবাগে ছুরিকাঘাতে যুবক খুন
- এশিয়া কাপের হ্যাটট্রিক শিরোপা জয়ের ব্যাপারে আশাবাদী হাকিম
- মাদারীপুরে আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন
- জবিতে তিন দফা দাবিতে ভিসি ভবন ঘেরাওয়ের হুশিয়ারি
- তফসিল ঘোষণাকে স্বাগত জানিয়েছে খেলাফত মজলিস
- সিরিয়ার সঙ্গে যুদ্ধ অনিবার্য: ইসরায়েলি মন্ত্রী
- ভেনেজুয়েলার ন্যাশনাল গার্ড মানবতাবিরোধী অপরাধ করেছে: জাতিসংঘ
- জাতি একটি ভালো নির্বাচনের অপেক্ষায় আছে: দুলু
- রেকর্ড ৯০১ বিলিয়ন ডলারের প্রতিরক্ষা ব্যয় বিল পাস যুক্তরাষ্ট্রের
- মাইজভাণ্ডারী যুব ফোরামের উদ্যোগে ‘ক্যারিয়ার গাইডেন্স’ সেমিনার
- লালমনিরহাটে জন্মান্ধ হাফেজার পাশে বিএনপি নেতা দুলু