অন্তর্বর্তী সরকারের ধর্মবিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, এ মডেল মসজিদ সমাজে ইসলামি সংস্কৃতির মূল্যবোধের বিকাশ ঘটাবে। ফলে সমাজে অপরাধ প্রবণতা কমে আসবে। গতকাল সকালে শহরের হাজরা নাটোর এলাকায় মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেন, তৃণমূল পর্যায়ে ইসলামিক সাংস্কৃতির মূল্যবোধের বিকাশ ঘটাবে। মসজিদ যত বৃদ্ধি পাবে, আমাদের মুসল্লির সংখ্যাও বাড়বে এবং সমাজে অপরাধ প্রবণতা কমে আসবে। নিঃসন্দেহে নামাজ সব অপরাধ, খারাপ, ঘৃণিত কাজ থেকে বিরত রাখে। আমরা চাচ্ছি, মানুষ নামাজমুখী হোক, আমরা নামাজমুখী সমাজ প্রতিষ্ঠা করতে যাচ্ছি। এ মসজিদগুলো সমাজে ইবাদত হিসেবে ইতিবাচক ভূমিকা রাখবে।