ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, বায়তুল মোকাররম জাতীয় মসজিদে ইবাদতবান্ধব ধর্মীয় আবহ তৈরি হয়েছে। জাতীয় মসজিদের আধুনিকায়ন, সৌন্দর্যবর্ধন ও উন্নয়ন শীর্ষক প্রকল্প নেওয়া হয়েছে। এ প্রকল্পে ১৯৯ কোটি টাকা অর্থায়নের সম্মতি পাওয়া গেছে। গতকাল ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মোকাররম সভাকক্ষে সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান। সংবাদ সম্মেলনে ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আ. ছালাম উপস্থিত ছিলেন। ধর্মবিষয়ক উপদেষ্টা বলেন, জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উন্নয়নে সবচেয়ে বড় যে উদ্যোগটি গ্রহণ করা হয়েছে সেটি হলো- মসজিদের মূল কাঠামো ঠিক রেখে অভ্যন্তরীণ সৌন্দর্যবর্ধন ও আধুনিকায়ন, আধুনিক স্যানিটেশন ব্যবস্থার সংযোজন করা হবে। উন্নত আলোকসজ্জা, বহিরাঙ্গনে আচ্ছাদন, অফিস ভবন ও মিনার নির্মাণ; মূল কাঠামো ঠিক রেখে দুটি মিনার নির্মাণ করব। এসব উন্নয়নমূলক কাজ বাস্তবায়ন করা হবে।
আমরা খুব সহসাই এ প্রকল্পের কাজ শুরু করতে পারব। ধর্ম উপদেষ্টা বলেন, যে কোনো উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়নের ক্ষেত্রে সরকারি নিয়মকানুন, বিধিবিধান অনুসরণ করেই এগোতে হয়। ইচ্ছা করলেই রাতারাতি সবকিছু পরিবর্তন করে ফেলতে পারি না। আমাকে সরকারি বিধিবিধান অনুসরণ করেই উন্নয়ন প্রকল্প গ্রহণ ও বাস্তবায়ন করতে হয়। আমরা ইতোমধ্যে বেশ কিছু কাজ সম্পন্ন করেছি, কিছু কাজ চলমান রয়েছে এবং অতি অল্প সময়ের ব্যবধানে আরও কিছু কাজে হাত দেওয়া হবে বলে জানান তিনি।