বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি শিক্ষার্থীদের উদ্দেশে বলেছেন, পুথিগত বিদ্যার পাশাপাশি অতিরিক্ত পাঠ্যক্রমে গুরুত্ব দেওয়া উচিত। কারণ এটি তোমাদের মনন ও দক্ষতা বৃদ্ধিতে সাহায্য করে, যা কর্মজীবনে সাফল্যের জন্য জরুরি। পাঠ্যবইয়ের বাইরের এই শিক্ষা মন সতেজ রাখে। গতকাল সকালে লক্ষ্মীপুর আইডিয়াল ফাউন্ডেশনের বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। লক্ষ্মীপুর ন্যাশনাল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে এর আয়োজন করা হয়।
অনুষ্ঠানে এ্যানি বলেন, মাদকের বিরুদ্ধে সচেতনতা ও সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। তাহলে মাদককারবারিরা পালিয়ে যাবে। তিনি আরও বলেন, সকলে রাজনীতি করবে, নির্বাচিত প্রতিনিধি হবে, তা আমি বলব না। কেউ ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার, কেউ শিক্ষক হবে আবার কেউ পিএইচডি অর্জন করবে। কেউ বিসিএস দিয়ে এসপি, ডিসি, সচিব হবে, এই চিন্তা নিয়ে এগিয়ে যেতে হবে।
প্রতিষ্ঠানটির চেয়ারম্যান হামদে বাহারের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রফেসর রফিকুল ইসলাম, পরিচালক ফারুক হোসাইন নুরনবী, উপাধ্যক্ষ হাবিবুর রহমান সবুজ প্রমুখ।