খুলনার লবণচরায় ট্রিপল মার্ডারের ঘটনায় পুলিশ মো. শামীম শেখসহ তিনজনকে গ্রেপ্তার করেছে। হত্যার দায় স্বীকার করে শামীম আদালতে জবানবন্দি দিয়েছেন।
জানা যায়, শামীম শেখ নিহত দুই শিশুর বাবা সেফার আহম্মেদের ফুফাতো ভাই। জমিজমা নিয়ে তাদের মধ্যে দীর্ঘদিনের বিরোধ ও মামলা রয়েছে। ১৬ নভেম্বর একই পরিবারের তিনজনকে হত্যার ঘটনা ঘটে। নিহতরা হচ্ছে দুই শিশু ফাতিহা (৭) ও মুস্তাকিম (৮) এবং তাদের নানি মহিতুন্নেছা (৫৩)। ১৮ নভেম্বর এ ঘটনায় লবণচরা থানায় হত্যা মামলা হয়।
গতকাল কেএমপি সদর দপ্তরে সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন অ্যান্ড ফিন্যান্স) আবু রায়হান মুহাম্মদ সালেহ এ তথ্য জানান। পুলিশ জানায়, হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী শামীম শেখ অস্ত্র মামলায় জেলে থাকাকালে সন্ত্রাসী একটি গ্রুপের সদস্যের সঙ্গে সখ্য গড়ে ওঠে। জেলখানা থেকে বেরিয়ে তিনি পরিকল্পিত এ হত্যার জন্য সন্ত্রাসীদের বড় অঙ্কের টাকা দিয়ে ভাড়া করেন। সে অনুযায়ী সন্ত্রাসীদের সঙ্গে নিয়ে ১৬ নভেম্বর সেফার আহম্মেদের বাড়িতে ঢুকে তিনজনকে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে হত্যা করেন।
এদিকে ঘটনার পর থেকে শামীম শেখ পলাতক ছিলেন। গ্রেপ্তার এড়াতে বিদেশে যাওয়ার চেষ্টা করলে ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। হত্যার দায় স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন শামীম।