বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু বলেন, তারেক রহমান জিয়াউর রহমানের প্রতিচ্ছবি। জিয়াউর রহমান মাত্র কয়েক বছরে রাষ্ট্রকে ৫০ বছর এগিয়ে নিয়ে গেছেন। তারেক রহমান আগামী নির্বাচনে জনগণের ভোটে নির্বাচিত হয়ে যদি রাষ্ট্র ক্ষমতায় আসেন তাহলে তিনি দেশকে আরও ২৫ বছর এগিয়ে নিয়ে যাবেন। গতকাল দুপুরে নারায়ণগঞ্জের ফতুল্লার সাইনবোর্ড এলাকায় বাংলাদেশ নবজাতক হাসপাতালে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এদিন ‘ওয়ার্ল্ড প্রিম্যাচুরিটি ডে’ এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৬১তম জন্মদিন উপলক্ষে ‘ডা. মুজিব নিউবর্ন ফাউন্ডেশন’-এর উদ্যোগে তিন নবজাতক শিশুকে নতুন পরিবারের কাছে হস্তান্তর করা হয়।