ব্যক্তি জীবনের পাশাপাশি রাষ্ট্রকে ইসলামের আলোকে পরিচালিত করলেই সত্যিকারের মুক্তি আসবে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম। বরিশাল সদর উপজেলার চরমোনাই দরবার শরিফে বার্ষিক অগ্রহায়ণের তিন দিনব্যাপী মাহফিলের উদ্বোধনী বয়ানে তিনি এ মন্তব্য করেন।
গতকাল জোহরের নামাজের পর শুরু হওয়া মাহফিলের উদ্বোধনী বয়ানে চরমোনাই পীর আরও বলেন, আল্লাহকে ভুলে যাওয়া মানুষকে আল্লাহর সঙ্গে সম্পৃক্ত করাই এ মাহফিলের একমাত্র লক্ষ্য। দুনিয়ার কোনো উদ্দেশ্য সাধনের জন্য এ মাহফিলে আসার প্রয়োজন নেই। কারণ দুনিয়ার মোহ সব অন্যায়ের কারণ। সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেন, আল্লাহ মানুষকে দুনিয়াতে পাঠিয়েছেন নির্দিষ্ট দায়িত্ব ও কাজ দিয়ে। মানুষ সেই দায়িত্ব পালন করে কি না তার জন্য দুনিয়া একটি পরীক্ষা কেন্দ্র। এই পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার মধ্যেই মানুষের সফলতা-ব্যর্থতা নির্ভর করে। এর আগে সকাল ৮টা থেকে মাহফিলে আগত মুসল্লিদের কয়েক হাজার হালকায় বিভক্ত করে হাতে-কলমে সালাত ও ইসলামের বুনিয়াদি বিষয়ে বাস্তব প্রশিক্ষণ দেওয়া হয়। মাহফিলের তিন দিনই এ কার্যক্রম চলবে।
মাহফিলের প্রথম দিন বাংলাদেশ কুরআন শিক্ষা বোর্ডের উদ্যোগে প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়। দ্বিতীয় দিন সারা দেশ থেকে আগত ওলামায়ে কিরামদের নিয়ে ওলামা সম্মেলন ও শেষ দিন সকালে ছাত্র-জনতাকে নিয়ে ছাত্র গণজমায়েত হবে। এ ছাড়া মাহফিলে আগত যুবক ও শ্রমিকদের নিয়ে ইসলামী যুব আন্দোলন এবং ইসলামী শ্রমিক আন্দোলন বিশেষ মতবিনিময় সভা করবে। আগামী শনিবার সকাল সাড়ে ৮টায় আখেরি বয়ানের মধ্য দিয়ে তিন দিনব্যাপী এ মাহফিলের কার্যক্রম সমাপ্ত হবে।