রাজধানীর কাপ্তান বাজারে মুরগির পাইকারি মার্কেটে নতুন ইজারাদার নিয়োগ ও বাজার মালিক সমিতির দ্বন্দ্বে তিন দিন ধরে বেচাকেনা বন্ধ রয়েছে। দোকান বন্ধ থাকায় ক্রেতা ও সাধারণ মানুষ বিপাকে পড়েছে। এভাবে বেচাকেনা বন্ধ থাকলে রাজধানীতে মুরগির মূল্যবৃদ্ধির পাশাপাশি ভোগান্তি আরও বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।
ব্যবসায়ীরা জানান, গত বছর ৫ আগস্টের পর থেকে কাপ্তান বাজার পোলট্রি মার্কেটের খাস আদায় বন্ধ রয়েছে। আর সিটি করপোরেশন নতুন ইজারাদার নিয়োগ দেওয়ায় মার্কেট বন্ধ রাখে মালিক সমিতি।
এ বিষয়ে জানতে চাইলে মালিক সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ লাল বলেন, ‘আমরা ইজারাদারদের জন্য বেচাকেনা বন্ধ রেখেছি। তারা একজোট হলে আমরা সঙ্গে সঙ্গেই বেচাকেনা শুরু করে দেব।’