লক্ষ্মীপুরের রামগঞ্জে দোকানে ঢুকে আনোয়ার হোসেন (৫০) নামে এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। গতকাল সকালে উপজেলার ভোলাকোট ইউনিয়নের নাগমুদ বাজারে এ ঘটনা ঘটে। আনোয়ার ভোলাকোট ইউনিয়নের সাহারপাড়া গ্রামের আলী রেজা ব্যাপারীবাড়ির বাসিন্দা ও নাগমুদ বাজারের কনফেকশনারি ব্যবসায়ী। তাঁর স্ত্রী, তিন মেয়ে ও এক ছেলে রয়েছেন। অভিযুক্ত ইউসুফ সাহারপাড়া গ্রামের মাইজের বাড়ির এরশাদ মিয়ার ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্র জানান, সকালে আনোয়ার দোকানে ছিলেন। এ সময় ইউসুফ এসে তাঁর সঙ্গে বাগ্বিতণ্ডায় জড়িয়ে পড়েন। একপর্যায়ে আনোয়ারকে দোকানের ভিতরের দিকে ডেকে নিয়ে ধারালো অস্ত্র দিয়ে বুক ও পেটে আঘাত করে পালিয়ে যান ইউসুফ। স্থানীয়রা আনোয়ারকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
রামগঞ্জ থানার ওসি আবদুল বারী বলেন, হাসপাতাল ও ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ব্যক্তিগত ঝগড়া থেকে হত্যাকাণ্ড ঘটেছে। ইউসুফকে আটকের চেষ্টা চলছে।