জয়পুরহাট-১ (জয়পুরহাট সদর ও পাঁচবিবি) আসনে বিএনপির মনোনয়ন দৌড়ে মাঠে নেমেছেন বিএনপির প্রয়াত দুই সংসদ সদস্যের উত্তরাধিকারীসহ চার হেভিওয়েট প্রার্থী। এই প্রার্থীরা হলেন- বিএনপির সাবেক মন্ত্রী ও সংসদ সদস্য প্রয়াত আবদুল আলীমের ছেলে দলের কেন্দ্রীয় কমিটির সদস্য ফয়সল আলীম ও সাবেক সংসদ সদস্য প্রয়াত মোজাহার আলী প্রধানের ছেলে মো. মাসুদ রানা প্রধান। বিএনপির অন্য দুজন হলেন জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন ও সাবেক ইউপি চেয়ারম্যান আবদুল গফুর মণ্ডল। অন্যদিকে জামায়াতের একক প্রার্থী হিসেবে প্রচার-প্রচারণায় রয়েছেন জেলা জামায়াতের নায়েবে আমির মো. ফজলুর রহমান সাঈদ। প্রধান দুই দলের বাইরে যারা নির্বাচন প্রার্থী হয়েছেন বা হওয়ার জন্য তৎপরতা চালাচ্ছেন তারা হলেন-
গণঅধিকার পরিষদের জেলা কমিটির সদস্যসচিব আমিনুল ইসলাম মাসুদ, ইসলামী আন্দোলন বাংলাদেশের জেলা সভাপতি মওলানা আবদুল ওয়াদুদ। এ ছাড়া জাতীয় নাগরিক পার্টিও (এনসিপি) নির্বাচনে প্রার্থী দেবে বলে দলীয় নেতারা জানান। বিএনপির মনোনয়নপ্রত্যাশী ফয়সল আলীম নিজেকে জনপ্রিয় দাবি করে বলেন, ‘রাজনীতি করি সততার সঙ্গে। সবসময় নিজে দুর্নীতিমুক্ত জীবনযাপন করি। আমার ক্লিন ইমেজের জন্যই আমি আশা করি দল আমাকে মনোনয়ন দেবে।’ আরেক মনোনয়নপ্রত্যাশী মো. মাসুদ রানা প্রধান বলেন, ‘জন্মলগ্ন থেকেই বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত আছি। সব ধরনের আন্দোলনে অংশ নিয়েছি। জেল জুলুম নির্যাতনেও দলের প্রতি অবিচল থেকে নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে লড়াই সংগ্রাম করেছি। দলমত নির্বিশেষে জয়পুরহাটের সর্বস্তরের মানুষের কাছে আমার জনপ্রিয়তা বেশি। এ জন্যই মনোনয়নের ব্যাপারে আমি আশাবাদী।’ জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন বলেন, ‘আমি অনেক মামলার শিকার হয়েছি, মাসের পর মাস জেল খেটেছি। আমার বিরুদ্ধে এখনো ৮টি মামলা চলমান। নির্যাতিত নেতা হিসেবে এ আসনে মনোনয়ন পাওয়ার আমিই একমাত্র হকদার। আমি আশা করি দল সেটি বিবেচনা করবে।’ মনোনয়নপ্রত্যাশী আবদুল গফুর মণ্ডল বলেন, ‘এ জেলায় বিএনপি নেতা হিসেবে আমার চেয়ে বেশি কেউ নির্যাতিত হয়নি। আমাকে গুম করা হয়েছিল। বহু মামলা আছে আমার বিরুদ্ধে। আমি একজন অধ্যক্ষ, জেলা শিক্ষক সমিতির আহ্বায়ক। আমি মনোনয়ন পাওয়ার বিষয়ে শতভাগ আশাবাদী।’ জামায়াতের প্রার্থী ফজলুর রহমান সাঈদ বলেন, ‘দল থেকে আমাকে মনোনয়ন দেওয়া হয়েছে। আমি নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে গণসংযোগ করছি। জনগণের ব্যাপক সাড়া পাচ্ছি।’
শিরোনাম
- গণভোটের বিষয়ে ইসির প্রজ্ঞাপন
- ৩০০ আসনে রিটার্নিং ও সহকারী রিটার্নিং অফিসার নিয়োগ দিয়ে ইসির প্রজ্ঞাপন
- মগবাজার, মৌচাক ও মোহাম্মদপুরে ককটেল বিস্ফোরণ
- মেডিকেল ভর্তি পরীক্ষা আজ, কেন্দ্রের গেট বন্ধ হবে সাড়ে ৯টায়
- খালেদা জিয়ার চিকিৎসার সর্বশেষ অবস্থা জানাল মেডিকেল বোর্ড
- আমরা এখনো সিরিয়াস না হলে দেশের অস্তিত্ব হুমকির সম্মুখীন হবে: তারেক রহমান
- যুগপৎ আন্দোলনের সঙ্গীদের সঙ্গে বিএনপির বৈঠক পেছাল
- মাদকের টাকার জন্য নিজের ঘরে আগুন দিল যুবক
- তানজানিয়ায় নির্বাচনী সহিংসতা, দুই হাজারের বেশি নিহত
- লালবাগে ছুরিকাঘাতে যুবক খুন
- এশিয়া কাপের হ্যাটট্রিক শিরোপা জয়ের ব্যাপারে আশাবাদী হাকিম
- মাদারীপুরে আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন
- জবিতে তিন দফা দাবিতে ভিসি ভবন ঘেরাওয়ের হুশিয়ারি
- তফসিল ঘোষণাকে স্বাগত জানিয়েছে খেলাফত মজলিস
- সিরিয়ার সঙ্গে যুদ্ধ অনিবার্য: ইসরায়েলি মন্ত্রী
- ভেনেজুয়েলার ন্যাশনাল গার্ড মানবতাবিরোধী অপরাধ করেছে: জাতিসংঘ
- জাতি একটি ভালো নির্বাচনের অপেক্ষায় আছে: দুলু
- রেকর্ড ৯০১ বিলিয়ন ডলারের প্রতিরক্ষা ব্যয় বিল পাস যুক্তরাষ্ট্রের
- মাইজভাণ্ডারী যুব ফোরামের উদ্যোগে ‘ক্যারিয়ার গাইডেন্স’ সেমিনার
- লালমনিরহাটে জন্মান্ধ হাফেজার পাশে বিএনপি নেতা দুলু
মনোনয়ন দৌড়ে বিএনপির চার নেতা, একক প্রচারে জামায়াত
শামীম কাদির, জয়পুরহাট
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর