বাগেরহাটে নিহত সাংবাদিক ও বিএনপি নেতা এস এম হায়াত উদ্দিনের পরিবারের পাশে দাঁড়িয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিএনপি চেয়ারপারসন ও ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পক্ষ থেকে এক লাখ টাকা সহায়তা প্রদানের পাশাপাশি নিহত সাংবাদিক হায়াতের দুই মেয়ের পড়াশোনার সব দায়িত্ব নিয়েছেন তাঁরা। গতকাল বাগেরহাট-২ আসনের সাবেক এমপি এম এ এইচ সেলিম এ কথা জানান। এর আগে দুপুরে তিনি দলীয় নেতা-কর্মীদের নিয়ে শহরের হাড়িখালি এলাকায় নিহত সাংবাদিক ও বাগেরহাট পৌর বিএনপি নেতা এস এম হায়াত উদ্দিনের বাড়িতে যান। এ সময় তিনি নিহত ব্যক্তির স্ত্রী, দুই মেয়ে ও মাকে বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের সমবেদনা পৌঁছে দেন। একই সঙ্গে বিএনপি চেয়ারপারসন ও ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পক্ষ থেকে এক লাখ টাকা প্রদান করেন। এ ছাড়া এইচএসসি পরীক্ষায় পাস করা পর্যন্ত নিহত সাংবাদিক হায়াতের দুই মেয়ের সব দায়িত্ব পালনের কথা জানান। পরে দলীয় নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে সাংবাদিক এস এম হায়াত উদ্দিনের কবর জিয়ারত করেন। এ সময় বাগেরহাট জেলা বিএনপি নেতা ফকির তরিকুল ইসলাম, শেখ মাহবুবুর রহমান টুটুল, মেহেবুবুল হক কিশোরসহ নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। কবর জিয়ারত শেষে এম এ এইচ সেলিম সাংবাদিকদের বলেন, ‘বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নির্দেশে আমি হায়াতের পরিবারের পাশে এসেছি। তাঁদের পক্ষ থেকে বাহক হিসেবে আমি এখানে এসেছি।’ এ সময় তিনি নিহত সাংবাদিক হায়াতের হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনারও দাবি জানান। ৩ অক্টোবর সন্ধ্যায় বাগেরহাট শহরের হাড়িখালি এলাকায় সাংবাদিক এস এম হায়াত উদ্দিনকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করে সন্ত্রাসীরা। এ ঘটনায় ৬ অক্টোবর তাঁর মা হাসিনা বেগম বাদী হয়ে ৭ জনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা আরও ১২ জনকে আসামি করে একটি হত্যা মামলা করেন। ওই মামলায় গ্রেপ্তার হওয়া দুই আসামি আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে জানিয়েছেন মাদক নিয়ে সংবাদ ও সামাজিক যোগাযোগমাধ্যমে বক্তব্য প্রকাশ করায় তারা ক্ষুব্ধ হয়ে সাংবাদিক এস এম হায়াত উদ্দিনকে হত্যা করেছেন।
শিরোনাম
- গণভোটের বিষয়ে ইসির প্রজ্ঞাপন
- ৩০০ আসনে রিটার্নিং ও সহকারী রিটার্নিং অফিসার নিয়োগ দিয়ে ইসির প্রজ্ঞাপন
- মগবাজার, মৌচাক ও মোহাম্মদপুরে ককটেল বিস্ফোরণ
- মেডিকেল ভর্তি পরীক্ষা আজ, কেন্দ্রের গেট বন্ধ হবে সাড়ে ৯টায়
- খালেদা জিয়ার চিকিৎসার সর্বশেষ অবস্থা জানাল মেডিকেল বোর্ড
- আমরা এখনো সিরিয়াস না হলে দেশের অস্তিত্ব হুমকির সম্মুখীন হবে: তারেক রহমান
- যুগপৎ আন্দোলনের সঙ্গীদের সঙ্গে বিএনপির বৈঠক পেছাল
- মাদকের টাকার জন্য নিজের ঘরে আগুন দিল যুবক
- তানজানিয়ায় নির্বাচনী সহিংসতা, দুই হাজারের বেশি নিহত
- লালবাগে ছুরিকাঘাতে যুবক খুন
- এশিয়া কাপের হ্যাটট্রিক শিরোপা জয়ের ব্যাপারে আশাবাদী হাকিম
- মাদারীপুরে আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন
- জবিতে তিন দফা দাবিতে ভিসি ভবন ঘেরাওয়ের হুশিয়ারি
- তফসিল ঘোষণাকে স্বাগত জানিয়েছে খেলাফত মজলিস
- সিরিয়ার সঙ্গে যুদ্ধ অনিবার্য: ইসরায়েলি মন্ত্রী
- ভেনেজুয়েলার ন্যাশনাল গার্ড মানবতাবিরোধী অপরাধ করেছে: জাতিসংঘ
- জাতি একটি ভালো নির্বাচনের অপেক্ষায় আছে: দুলু
- রেকর্ড ৯০১ বিলিয়ন ডলারের প্রতিরক্ষা ব্যয় বিল পাস যুক্তরাষ্ট্রের
- মাইজভাণ্ডারী যুব ফোরামের উদ্যোগে ‘ক্যারিয়ার গাইডেন্স’ সেমিনার
- লালমনিরহাটে জন্মান্ধ হাফেজার পাশে বিএনপি নেতা দুলু