প্রথমবার বাবা হওয়ার আনন্দে ভাসছেন বলিউড অভিনেতা রাজকুমার রাও। এবার সে আনন্দ ভাগ করে নিলেন পাপারাজ্জিদের সঙ্গে, মিষ্টিমুখ করালেন তাদের। রোববার এক অনুষ্ঠানে অতিথি হিসেবে হাজির ছিলেন অভিনেতা। সেখানেই হাসিমুখে বিলি করেন মিষ্টি।
এদিন রাজকুমারের পরনে ছিল কালো ট্র্যাক প্যান্ট, সাদা রাউন্ড-নেক টিশার্ট, কালো জ্যাকেট ও চোখে কালো রাউন্ড ফ্রেম চশমা। তারকা নয়, আর পাঁচজনের মতো সদ্য বাবা হওয়ার আনন্দ যেন চোখেমুখে স্পষ্ট তার।
অনুষ্ঠানে প্রবেশ করতেই সদ্য বাবা হওয়া রাজকুমারকে ঘিরে ধরে চিত্রশিল্পীরা অভিনন্দন জানান। কেউ কেউ জানতে চান, মেয়ের নাম ঠিক হয়েছে কি না। সকলকে ধন্যবাদ জানিয়ে এরপর রাজকুমার যা করেন, সেটাই বড় চমক। তার সঙ্গে থাকা টিমের সদস্যদের হাত থেকে একে একে মিষ্টির প্যাকেট নিয়ে বিলিয়ে দেন সকলের মাঝে। অভিনেতাকে এমন ভূমিকায় দেখে মুগ্ধ পাপারাজ্জিরা।
প্রসঙ্গত, গত ১৫ নভেম্বর রাজকুমার-পত্রলেখার চতুর্থ বিবাহবার্ষিকীতে ঘর আলো করে এসেছে ফুটফুটে কন্যাসন্তান। দেখতে দেখতে দুই সপ্তাহ বয়স হয়ে গেল ‘রাজ’কন্যার। যদিও এখনো মেয়ের নাম ঠিক করেননি অভিনেতা।
বিডি প্রতিদিন/কেএইচটি