অভিনেত্রী বিপাশা হায়াত। সুদূর আমেরিকাতে বসবাস করছেন। এরই মধ্যে তাঁর স্বামী অভিনেতা, নির্মাতা তৌকীর আহমেদ দেশে এসেছিলেন। সে সময় তিনি ধারাবাহিক নাটক নির্মাণের পাশাপাশি ‘সোলজার’ সিনেমাতে অভিনয় করেছেন। কাজ শেষে আবারও আমেরিকায় উড়াল দিয়েছেন। আমেরিকায় যাওয়ার সময়ে বিপাশার জন্য বিপাশারই মায়ের হাতে বানানো একটি সোয়েটার নিয়ে গেছেন। সেই সোয়েটারটি হাতে পেয়ে বিপাশা আবেগী হয়েছেন। আবেগী বিপাশা হায়াত বলেন, এমন এক প্রাণ তিনি- নিজের জীবনকে অর্থপূর্ণ করেছেন অন্যকে আলোকিত করে। নিজেকে উৎসর্গ করেই তাঁর জীবনের অর্থ খুঁজে ফেরেন। আমরা তাঁকে কতটাই বা চিনতে পেরেছি! আমার মা। কিছুদিন আগে একটি সোয়েটার বুনে দেওয়ার দাবি করেছিলাম। আম্মা বলল, আমি মরে যাব বলে স্মৃতি রাখবে? আমি বললাম, আমিও তো আগে মরতে পারি। তোমার শিল্প আমার ছোঁয়ায় রাখতে চাই। আম্মা বলল- বাজারে কত সোয়েটার, আমারটি কি সেরকম হবে?