ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজবাড়ীতে এক জনসভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকালে সদর উপজেলার গোয়ালন্দ মোড়ের মিলমাঠ প্রাঙ্গণে শহীদ ওহাবপুর ইউনিয়ন বিএনপির আয়োজনে এই জনসভা অনুষ্ঠিত হয়।
শহীদ ওহাবপুর ইউনিয়ন বিএনপির সভাপতি এ. কে. এম. শফিউদ্দিন আহম্মেদ কাশেমের সভাপতিত্বে জনসভায় প্রধান অতিথি হিসেবে রাজবাড়ী-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও সাবেক সংসদ সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম বক্তব্য রাখেন।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, রাজবাড়ীতে বিগত ১৭ বছরে আওয়ামী লীগ কোনো উন্নয়ন করতে পারেনি। বিএনপি ক্ষমতায় আসলে রাজবাড়ীতে সন্ত্রাস ও দুর্নীতি বন্ধ করা হবে। রাজবাড়ীর দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে দ্বিতীয় পদ্মা সেতু এবং পাংশায় পদ্মা ব্যারেজ নির্মাণ করতে হবে। আমরা এই দুটি প্রকল্প নিয়ে ঢাকায় সেমিনার করেছি। এই অঞ্চলে শুষ্ক মৌসুমে পানি সংকট শুরু হয়ে গেছে। ভারতের ফারাক্কা বাঁধের কারণে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অনেক জেলায় বিশুদ্ধ পানি পাওয়া যায় না। খুলনা বিভাগে ১২ মাসই পানির সমস্যা থাকে।
তিনি আরও বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় থাকার সময় রাজবাড়ীর গোয়ালন্দ মোড়ের ঐতিহ্যবাহী টেক্সটাইল মিলটি বন্ধ হয়ে যায়। এই জেলার কর্মসংস্থানের বিষয়ে আমাদের কাজ করতে হবে। আগামীতে রাজবাড়ী হবে অর্থনৈতিকভাবে সমৃদ্ধশালী একটি জেলা।
শহীদ ওহাবপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. ওহিদুজ্জামান মণ্ডলের সঞ্চালনায় জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ওমর ফারুক, জেলা কৃষক দলের আহ্বায়ক আইউবুর রহমান, জেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক এ. মজিদ বিশ্বাস, জেলা যুবদলের আহ্বায়ক খায়রুল আনাম বকুল, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক নেকবর হোসেন মণি বক্তব্য রাখেন।
জনসভায় জেলা বিএনপির সাবেক আহ্বায়ক নঈম আনসারী, সাবেক সদস্য সচিব অধ্যক্ষ মঞ্জুরুল আলম দুলাল, যুগ্ম আহ্বায়ক গাজী আহসান হাবিব, রাজবাড়ী সদর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কে. এ. সবুর শাহীন, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আকমল হোসেন, জেলা বিএনপির অন্যতম নেতা অর্ণব নেওয়াজ মাহমুদ (হৃষিত)সহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।
বিডিপ্রতিদিন/কবিরুল