‘কাস্টমার-ফার্স্ট’ প্রতিশ্রুতি নিয়ে নিরলস কাজ করছে বাংলালিংক। এ প্রতিশ্রুতির অংশ হিসেবে গ্রাহকদের দৈনন্দিন জীবনে ডিজিটাল সেবার পরিসর বিস্তৃত ও সমৃদ্ধ করতে হুয়াওয়ের সঙ্গে এ উদ্যোগ গ্রহণ করেছে প্রতিষ্ঠানটি। এর ফলে দেশজুড়ে ডিজিটাল সেবার বৈচিত্র্য বাড়বে, ঘরের ভেতরে নেটওয়ার্ক আরও শক্তিশালী হবে এবং স্মার্ট ও এআই-নির্ভর সেবার ব্যবহার আরও কার্যকর হবে।
এ অংশীদারিত্বের আওতায় উন্নত নেটওয়ার্ক কাভারেজ, সেবার মানোন্নয়ন এবং ভবিষ্যতে বরাদ্দকৃত তরঙ্গের পূর্ণ সম্ভাবনা কাজে লাগাতে বাংলালিংক জ্বালানি সাশ্রয়ী আধুনিক প্রযুক্তি ব্যবহার করে ঢাকার গুরুত্বপূর্ণ সাইটগুলো আধুনিকায়ন করবে।
উদ্যোগটি নিয়ে বাংলালিংকের প্রধান নির্বাহী ইওহান বুসে বলেন, আমাদের লক্ষ্য স্পষ্ট—মাইবিএল, টফি ও রাইজসহ ডিজিটাল ইকোসিস্টেমের মাধ্যমে গ্রাহকদের প্রতি মুহূর্তের ডিজিটাল অভিজ্ঞতা সমৃদ্ধ করা।
হুয়াওয়ের দক্ষিণ এশিয়া অঞ্চলের প্রধান নির্বাহী জেসন উ বলেন, বাংলালিংকের ডিজিটাল রূপান্তর এগিয়ে নিতে আমরা তিন দশক ধরে একই লক্ষ্য, পারস্পরিক সম্মান ও অটল প্রতিশ্রুতি নিয়ে কাজ করছি। নতুন চুক্তি আমাদের দীর্ঘদিনের অংশীদারিত্বকে আরও শক্তিশালী করেছে।