ঢাকা সেনানিবাসের এমইএস কনভেনশন হলে গতকাল মঙ্গলবার মিলিটারি ইঞ্জিনিয়ার সার্ভিসেসের তিন দিনব্যাপী বার্ষিক সম্মেলন ২০২৫ শুরু হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। তিনি সম্মেলনের উদ্বোধন করেন এবং গুরুত্বপূর্ণ দিকনির্দেশনামূলক বক্তব্য দেন। আইএসপিআরের এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
আইএসপিআর জানায়, সেনাবাহিনীর ইঞ্জিনিয়ার-ইন-চিফের সভাপতিত্বে গতকাল থেকে বৃহস্পতিবার পর্যন্ত তিন দিনব্যাপী এমইএসের বার্ষিক সম্মেলন চলবে। প্রথম দিনের সম্মেলনে প্রতিরক্ষা মন্ত্রণালয়সহ অন্য মন্ত্রণালয়ের উচ্চপদস্থ কর্মকর্তারা, এমইএসে কর্মরত সেনা, নৌ ও বিমানবাহিনীর কর্মকর্তারা উপস্থিত থেকে এবং ভিটিসির মাধ্যমে সংযুক্ত হয়ে অংশগ্রহণ করেন। দেশের সামরিক সক্ষমতা বৃদ্ধির অন্যতম ভিত্তি হলো আধুনিক, নিরাপদ ও টেকসই অবকাঠামো। মিলিটারি ইঞ্জিনিয়ার সার্ভিস এই দায়িত্ব নিষ্ঠা, পেশাদারি ও প্রযুক্তিগত উৎকর্ষতার মাধ্যমে দীর্ঘদিন ধরে পালন করে আসছে।
বিডি প্রতিদিন/হিমেল