লাভজনক চট্টগ্রাম বন্দর বিদেশিদের হাতে তুলে দেওয়ার চক্রান্ত চলছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ বিপ্লবী কমিউনিস্ট পার্টির নেতৃবৃন্দ।
বুধবার বরিশাল নগরীর সদর রোডের কীর্তনখোলা মিলনায়তনে বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগ বরিশাল জেলা কমিটির আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভায় নেতৃবৃন্দ এ দাবি করেন।
এ সময় নেতৃবৃন্দ বলেন, সরকার স্বৈরাচারী কায়দায় ঐকমত্য কমিশনের পক্ষপাতমূলক সুপারিশ জনগণের উপর চাপিয়ে দিচ্ছে। একটি অনির্বাচিত সরকার জাতীয় স্বার্থ ও স্বাধীনতা-সার্বভৌমত্ব বিনষ্টকারী কোনো চুক্তি করতে পারে না।
গণতান্ত্রিক ও বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার জন্য রুশ অক্টোবর বিপ্লবের শিক্ষা নিয়ে জনগণতান্ত্রিক রাষ্ট্র ও সরকার প্রতিষ্ঠার সংগ্রামকে জোরদার করার আহ্বান জানিয়েছেন নেতৃবৃন্দ।
বরিশাল জেলা কমিটির সম্পাদক অধ্যাপক নৃপেন্দ্রনাথ বাড়ৈ'র সভাপতিত্বে সভায় আলোচক ছিলেন কেন্দ্রীয় কমিটির সম্পাদকমণ্ডলীর সদস্য কমরেড অধ্যাপক আবদুস সাত্তারসহ নেতৃবৃন্দ।
বিডি প্রতিদিন/এমআই