এশিয়া কাপ টি-২০-এর ইতিহাসে এবার প্রথমবারের মতো ফাইনালে মুখোমুখি হয় চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। ভারত একাই প্রতিযোগিতায় আধিপত্য দেখিয়েছে। সেই সঙ্গে বিতর্কেও শীর্ষে ছিল দলটি। তবে শিরোপার লড়াই যে উত্তেজনাপূর্ণ হবে তা আগেই বোঝা যাচ্ছিল। শেষ পর্যন্ত দারুণ ফাইনাল উপভোগ করেন ক্রিকেটপ্রেমীরা। কিন্তু তা ক্রিকেটের সৌন্দর্য নষ্ট করুক এমনটা চান না তারা। তাদের মন্তব্য, ক্রিকেট ইজ অ্যা জেন্টলম্যান গেম। মাঠের খেলা মাঠেই থাকা উচিত। এ নিয়ে আইসিসিকে আরও কঠোর অবস্থানের কথা জানান সমর্থকরা। রবিবার ফাইনাল শেষে সংবাদ সম্মেলনে ভারতীয় দলের আচরণের সমালোচনা করে পাকিস্তান অধিনায়ক সালমান আগা বলেন, ‘তারা টুর্নামেন্টে যা করেছে, তা খুবই হতাশাজনক। হাত না মিলিয়ে তারা আমাদের অসম্মান করছে না, ক্রিকেটকেই অসম্মান করছে।’ এ ছাড়া সূর্যকুমার যাদব তাঁর সব ম্যাচ ফি ভারতীয় সেনাবাহিনীকে দেবেন বলে জানান সংবাদ সম্মেলনে। পাকিস্তান ক্রিকেট দলও ফাইনালে সবার ম্যাচ ফি ভারতের হামলায় আক্রান্তদের জন্য দেবেন বলে জানিয়েছে। দেশি রাজনীতির উত্তেজনা এখন ক্রিকেটের মাঠে দেখা যাচ্ছে। এশিয়া কাপে পাকিস্তানের সঙ্গে তিনটি ম্যাচে মুখোমুখি হয় ভারত। যার একটিতেও হাত মেলাননি ভারতীয় ক্রিকেটাররা; যা নিয়েই মূলত বিতর্ক ও সমালোচনার শুরু। এরপর দুই দলের সাবেক-বর্তমান ক্রিকেটারদের তির্যক মন্তব্য বিতর্ক আরও তুঙ্গে তুলে দেয়; যা ফাইনালের পুরস্কার বিতরণীর মঞ্চেও দৃশ্যমান ছিল। পাকিস্তানের বিপক্ষে ৫ উইকেটের জয় পেলেও পুরস্কার বিতরণী মঞ্চে ভারত শুরু করে নাটকীয়তা। ট্রফি না নিয়েই উদ্যাপন করে ভারতীয় দল। যদিও এমনটি হতে পারে বলে আগেই জানিয়েছিল ভারতের বিভিন্ন গণমাধ্যম। এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) সভাপতি মহসিন নাকভির কাছ থেকে ট্রফি নিতে অস্বীকৃতি জানায় ভারতীয় দল। বিসিসিআইয়ের সচিব দেবজিৎ সাইকিয়া জানান, ‘আমরা সিদ্ধান্ত নিয়েছি এশিয়া কাপের ট্রফি এসিসিপ্রধানের কাছ থেকে নেব না, কারণ তিনি পাকিস্তানের অন্যতম শীর্ষ নেতা (পিসিবিপ্রধান ও পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী)। তবে এর মানে এই নয় যে ভদ্রলোক ট্রফি ও মেডেল নিয়ে চলে যাবেন। বিষয়টি খুবই দুর্ভাগ্যজনক, আমরা আশা করি দ্রুতই ট্রফি ও মেডেল ভারতে ফেরত পাঠানো হবে।’ এর রেশ এখন মাঠ থেকে দুই দেশের রাজনীতির অঙ্গনে পৌঁছে গেছে। ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও অপারেশন সিন্দুর নিয়ে মন্তব্য করেন। যার জবাবও দেন মহসিন নাকভি, ‘যুদ্ধের হার খেলার মাঠের জয় দিয়ে ঢাকার সুযোগ নেই।’
শিরোনাম
- গণভোটের বিষয়ে ইসির প্রজ্ঞাপন
- ৩০০ আসনে রিটার্নিং ও সহকারী রিটার্নিং অফিসার নিয়োগ দিয়ে ইসির প্রজ্ঞাপন
- মগবাজার, মৌচাক ও মোহাম্মদপুরে ককটেল বিস্ফোরণ
- মেডিকেল ভর্তি পরীক্ষা আজ, কেন্দ্রের গেট বন্ধ হবে সাড়ে ৯টায়
- খালেদা জিয়ার চিকিৎসার সর্বশেষ অবস্থা জানাল মেডিকেল বোর্ড
- আমরা এখনো সিরিয়াস না হলে দেশের অস্তিত্ব হুমকির সম্মুখীন হবে: তারেক রহমান
- যুগপৎ আন্দোলনের সঙ্গীদের সঙ্গে বিএনপির বৈঠক পেছাল
- মাদকের টাকার জন্য নিজের ঘরে আগুন দিল যুবক
- তানজানিয়ায় নির্বাচনী সহিংসতা, দুই হাজারের বেশি নিহত
- লালবাগে ছুরিকাঘাতে যুবক খুন
- এশিয়া কাপের হ্যাটট্রিক শিরোপা জয়ের ব্যাপারে আশাবাদী হাকিম
- মাদারীপুরে আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন
- জবিতে তিন দফা দাবিতে ভিসি ভবন ঘেরাওয়ের হুশিয়ারি
- তফসিল ঘোষণাকে স্বাগত জানিয়েছে খেলাফত মজলিস
- সিরিয়ার সঙ্গে যুদ্ধ অনিবার্য: ইসরায়েলি মন্ত্রী
- ভেনেজুয়েলার ন্যাশনাল গার্ড মানবতাবিরোধী অপরাধ করেছে: জাতিসংঘ
- জাতি একটি ভালো নির্বাচনের অপেক্ষায় আছে: দুলু
- রেকর্ড ৯০১ বিলিয়ন ডলারের প্রতিরক্ষা ব্যয় বিল পাস যুক্তরাষ্ট্রের
- মাইজভাণ্ডারী যুব ফোরামের উদ্যোগে ‘ক্যারিয়ার গাইডেন্স’ সেমিনার
- লালমনিরহাটে জন্মান্ধ হাফেজার পাশে বিএনপি নেতা দুলু