দেশের আবহাওয়া আজ রবিবার শুষ্ক থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। দিন ও রাতের তাপমাত্রায় তেমন উল্লেখযোগ্য পরিবর্তনের সম্ভাবনা নেই। তবে সোমবার থেকে তাপমাত্রা ধীরে ধীরে কমতে পারে এবং ২ বা ৩ ডিসেম্বর থেকে শীতের অনুভূতি আরও বাড়তে পারে জানিয়েছে আবহাওয়াবিদরা।
আবহাওয়াবিদ মো. ওমর ফারুক বলেন, ডিসেম্বরের প্রথম সপ্তাহে দেশের কিছু অঞ্চলে তাপমাত্রা ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি নেমে আসতে পারে। এর আগে তাপমাত্রা কমলেও শীতের অনুভূতিতে তেমন প্রভাব পড়বে না।
এদিকে, বঙ্গোপসাগরে অবস্থানরত ঘূর্ণিঝড় ‘ডিটওয়াহ’ বাংলাদেশে আঘাত হানার সম্ভাবনা নেই। তবে সাগর উত্তাল থাকায় চট্টগ্রাম, মোংলা, পায়রা সমুদ্রবন্দর এবং কক্সবাজারে ২ নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত জারি করা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে থাকা মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত গভীর সাগরে বিচরণ না করতে বলা হয়েছে।
ওমর ফারুক জানান, ঘূর্ণিঝড়টি ভারতের তামিলনাড়ু অঞ্চলের কাছে গিয়ে সাগরেই দুর্বল হয়ে যাবে। রবিবার রাত থেকেই এটি ধীরে ধীরে শক্তি হারাতে পারে।
গতকাল দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ১৩.১ ডিগ্রি সেলসিয়াস, আর সর্বোচ্চ তাপমাত্রা ছিল চট্টগ্রামের সীতাকুণ্ডে ৩১.৫ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে ২৯.৫ ও ১৭.৫ ডিগ্রি সেলসিয়াস।
বিডি প্রতিদিন/মুসা