মানি লন্ডারিং প্রতিরোধে ব্যাংক এশিয়ার কর্মশালা
বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) সহযোগিতায় যশোরে ‘ট্রেড বেইজড মানি লন্ডারিং প্রতিরোধে প্রো-অ্যাকটিভ ট্রানজ্যাকশন মনিটরিং ও অটোমেটেড আর্লি অ্যালার্ট জেনারেশন’ শীর্ষক দিনব্যাপী আঞ্চলিক কর্মশালার আয়োজন করে ব্যাংক এশিয়া পিএলসি। বিএফআইইউর অতিরিক্ত পরিচালক রুমান আহমেদ কর্মশালায় প্রধান রিসোর্স পারসন হিসেবে উপস্থিত ছিলেন। বিএফআইইউর যুগ্ম পরিচালক জুয়াইরা হক এবং মো. কামরুল ইসলাম কর্মশালায় যোগদান করেন। বাংলাদেশ ব্যাংকের খুলনা অফিসের অতিরিক্ত পরিচালক, যুগ্ম পরিচালক ও উপ-পরিচালকসহ পাঁচজন ঊর্ধ্বতন কর্মকর্তা বিশেষ অতিথি হিসেবে কর্মশালায় উপস্থিত ছিলেন। এতে সভাপতিত্ব করেন আকব (এএসিওবিবি)-এর চেয়ারম্যান ও ব্যাংক এশিয়ার উপ-ব্যবস্থাপনা পরিচালক-ক্যামেলকো মোহাম্মদ জিয়াউল হাসান মোল্লা। -বিজ্ঞপ্তি

পঞ্চম সাব-অর্ডিনেটেড বন্ড উদ্বোধন করেছে যমুনা ব্যাংক
সম্প্রতি যমুনা ব্যাংক পিএলসি ঢাকার প্রধান কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে ৮০০ কোটি টাকার পঞ্চম সাব-অর্ডিনেটেড বন্ড বাজারে আনার ঘোষণা দেওয়া হয়। বন্ডটির মেয়াদ সাত বছর এবং বর্তমান সুদহার ১২ দশমিক ৬৫ শতাংশ। প্রতি ছয় মাসে কুপন পরিশোধের সুবিধা থাকায় এটি বিনিয়োগকারীদের জন্য স্থিতিশীল আয়ের সুযোগ সৃষ্টি করবে এবং ব্যাংকের টায়ার-১ মূলধন আরও শক্তিশালী করবে। যমুনা ব্যাংকের চেয়ারম্যান মো. বেলাল হোসেন অনুষ্ঠানটি উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন ব্যাংকের পরিচালনা পর্ষদের পরিচালকবৃন্দ, ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মির্জা ইলিয়াস উদ্দীন আহম্মদ, সব বিভাগের বিভাগীয় প্রধান এবং শাখা ব্যবস্থাপকগণ। চেয়ারম্যান বলেন, যমুনা ব্যাংক সর্বদা গ্রাহকদের চাহিদার ভিত্তিতে নতুন সেবা নিয়ে আসছে এবং এই উদ্যোগ ব্যাংকের টেকসই প্রবৃদ্ধিকে আরও এগিয়ে নেবে। -বিজ্ঞপ্তি

বিসিআইসির কর্মশালা অনুষ্ঠিত
বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনকে (বিসিআইসি) লাভজনক প্রতিষ্ঠানে পরিণত করার লক্ষ্যে দিনব্যাপী কর্মশালার আয়োজন করা হয়। গত ২৭ নভেম্বর বিসিআইসি ভবনের সেমিনার হলে আয়োজিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান। বিশেষ অতিথি ছিলেন শিল্প মন্ত্রণালয়ের সচিব ওবায়দুর রহমান, সভাপতিত্ব করেন বিসিআইসির চেয়ারম্যান মো. ফজলুর রহমান। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংস্থার পরিচালকবৃন্দ, অন্যান্য মন্ত্রণালয় ও সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। -বিজ্ঞপ্তি

এসঅ্যান্ডপি থেকে দেশসেরা ক্রেডিট রেটিং পেল ব্র্যাক ব্যাংক
এসঅ্যান্ডপি গ্লোবাল রেটিংস কর্তৃক আবারও দেশসেরা ক্রেডিট রেটিং অর্জন করেছে ব্র্যাক ব্যাংক পিএলসি। আন্তর্জাতিক ক্রেডিট রেটিং সংস্থাটি ‘স্থিতিশীল’ আউটলুকের সঙ্গে দীর্ঘমেয়াদে ‘বি+’ ক্রেডিট রেটিং দিয়েছে; যা বাংলাদেশের সার্বভৌম রেটিংয়ের সমান। ৯ বছর ধরে এ ধারাবাহিক স্বীকৃতি ব্র্যাক ব্যাংকের টেকসই হওয়ার প্রতিফলন। এসঅ্যান্ডপি কর্তৃক প্রকাশিত সাম্প্রতিক এক প্রতিবেদনে বলা হয়েছে, ব্র্যাক ব্যাংকের লক্ষণীয় মুনাফা, আয় ধরে রাখার ক্ষমতা ও পরিমিত ঋণ প্রবৃদ্ধি আগামী দুই বছর রিস্ক অ্যাডজাস্টেড ক্যাপিটাল (আরএসি) রেশিও বজায় রাখতে সহায়তা করবে। পাশাপাশি ফাইন্যান্সিয়াল প্রোফাইল ‘স্থিতিশীল’ থাকবে। এ ছাড়া নন-পারফর্মিং লোনের অনুপাত আগামী ১২-১৮ মাসে ৩ দশমিক ১ থেকে ৩ দশমিক ৫ শতাংশের মধ্যে থাকবে বলে ওই প্রতিবেদনে আশা প্রকাশ করা হয়েছে। এ হার বাংলাদেশের ব্যাংক খাতে বিদ্যমান গড়ের তুলনায় উল্লেখযোগ্যভাবে কম। ব্র্যাক ব্যাংকের ‘স্থিতিশীল’ আউটলুক সম্পর্কে এসঅ্যান্ডপি বলছে, বাংলাদেশের চ্যালেঞ্জিং অপারেটিং পরিস্থিতি স্থিতিশীলভাবে মোকাবিলা করতে পারবে ব্র্যাক ব্যাংক। রেটিং সম্পর্কে ব্র্যাক ব্যাংকের এমডি ও সিইও তারেক রেফাত উল্লাহ খান বলেন, ‘আন্তর্জাতিক প্রতিষ্ঠান থেকে এমন মর্যাদাপূর্ণ স্বীকৃতি শুধু ব্র্যাক ব্যাংকের জন্যই বড় অর্জন নয়, বরং বৈশ্বিক অঙ্গনে বাংলাদেশের ব্যাংক খাতের জন্যও এক শক্তিশালী বার্তা। -বিজ্ঞপ্তি

সৈয়দ মিজানুর রহমান মেঘনা ব্যাংকের এমডি
মেঘনা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে নিয়োগ পেয়েছেন সৈয়দ মিজানুর রহমান। গত ৪ ডিসেম্বর তিনি যোগদান করেন। আর্থিক পরিষেবা খাতে প্রায় তিন দশকের অভিজ্ঞতাসম্পন্ন রহমান মেঘনা ব্যাংকে যোগদানের পূর্বে এবি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও হিসেবে কর্মরত ছিলেন। তিনি ১৯৯৩ সালে নোভার্টিস-এ তাঁর কর্মজীবন শুরু করেন, যা আগে সিবা-গেইগি (বাংলাদেশ) লিমিটেড নামে পরিচিত ছিল। ব্যাংকিং ইন্ডাস্ট্রিতে যোগদানের আগে তিনি ইয়ংওয়ান এবং বেক্সিমকো-তে দায়িত্বপালন করেন। পরবর্তীতে রহমান ঢাকা ব্যাংক, আইপিডিসি, ব্যাংক আল-ফালাহ এবং ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকে গুরুত্বপূর্ণ পদে দায়িত্বপালন করেন। দীর্ঘ এই পথচলায় রহমান ব্রাঞ্চ ব্যাংকিং, রিটেইল, প্রসেস ট্রান্সফরমেশন, বিজনেস ডেভেলপমেন্ট এবং করপোরেট কমিউনিকেশনসহ ব্যাংকিং খাতের বিভিন্ন ক্ষেত্রে তার জ্ঞানের পরিধিকে আরও বিস্তৃত করেন। তিনি যুক্তরাষ্ট্র, মালয়েশিয়া এবং ভারতসহ দেশ এবং বিদেশে অসংখ্য পেশাদার এবং ব্যবস্থাপনা উন্নয়ন প্রশিক্ষণ, কর্মশালা এবং সেমিনারে অংশগ্রহণ করেন। রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (আইবিএ) থেকে এমবিএ ডিগ্রি লাভ করেন।