বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতিতে গভীর উদ্বেগ জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
গতকাল শুক্রবার রাতে ফেসবুকে দেওয়া এক বিবৃতিতে তিনি বলেন, খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতির সংবাদ অত্যন্ত উদ্বেগজনক। তার সার্বিক শারীরিক অবস্থা জানতে জামায়াত নিয়মিত খোঁজ-খবর নিচ্ছে।
বিএনপি চেয়ারপারসনের দ্রুত ও পূর্ণ রোগমুক্তি কামনা করেন জামায়াত আমির।
তিনি আরও বলেন, পরম করুণাময় আল্লাহর কাছে আমরা আন্তরিকভাবে দোয়া করছি, তিনি যেন খালেদা জিয়াকে দ্রুত আরোগ্য দান করেন, তার সব কষ্ট লাঘব করেন এবং তার জন্য উত্তম ব্যবস্থা নির্ধারণ করে দেন।
ডা. শফিকুর রহমান সারাদেশের মানুষের সুস্থতা ও নিরাপত্তার জন্যও দোয়া করেন।
বিডি প্রতিদিন/জুনাইদ