মুন্সীগঞ্জে মেঘনা নদীতে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালানো হয়েছে। সোমবার এই অভিযানে ৪টি ড্রেজার মেশিন জব্দ করা হয়। বালু উত্তোলনে সহযোগিতার অভিযোগে ১১ জন শ্রমিককে প্রাথমিকভাবে আটক করা হয়।
পরে ড্রেজার মালিকপক্ষ ঘটনাস্থলে উপস্থিত হলে তাদের মোট ৫ লাখ টাকা জরিমানা করা হয়। শ্রমিকদের ভবিষ্যতে অবৈধ বালু উত্তোলনে সহায়তা না করার মুচলেকা নিয়ে মালিকের জিম্মায় ছেড়ে দেওয়া হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ওমর ফারুকের নেতৃত্বে গজারিয়া সেনাবাহিনী ক্যাম্পের ক্যাপ্টেন শাহরিয়ার ও তার টিম, চর আব্দুল্লাহপুর ও মুক্তারপুর নৌ–পুলিশ ফাঁড়ির সদস্যদের সহযোগিতায় চর ঝাপটা, চরকেওয়ার ইউনিয়ন ও মুন্সীগঞ্জ সদর এলাকার মেঘনা নদীর তিনটি স্পটে এ অভিযান পরিচালিত হয়।
মুন্সীগঞ্জ জেলা প্রশাসন প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য নিশ্চিত করেছে।
বিডিপ্রতিদিন/কবিরুল