জয়পুরহাটের ক্ষেতলালে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক এ এইচ এম ওবায়দুর রহমান চন্দনের উদ্যোগে ও জিয়া হার্ট ফাউন্ডেশনের সহযোগিতায় বিনামূল্যে মেডিকেল ক্যাম্প ও ওষুধ বিতরণ করা হয়েছে।
ক্ষেতলাল উপজেলার সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় ও কলেজ প্রাঙ্গণে দিনব্যাপী বিনামূল্যে এই মেডিকেল ক্যাম্প আয়োজন করা হয়। চিকিৎসা সেবায় অংশ নিতে সকাল থেকেই ক্ষেতলাল উপজেলার সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে ভিড় করতে থাকেন সেবাপ্রার্থীরা। প্রায় ৩০০ জন রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়।
এ এইচ এম ওবায়দুর রহমান চন্দন বলেন, জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া—এই ফ্রি মেডিকেল ক্যাম্প সেই লক্ষ্য বাস্তবায়নের একটি ক্ষুদ্র প্রয়াস। স্বাস্থ্যসেবা কোনো বিলাসিতা নয়, এটি নাগরিকের মৌলিক অধিকার। আমাদের লক্ষ্য, প্রতিটি মানুষ যেন ন্যূনতম চিকিৎসা সেবা পায় এবং একটি মানবিক বাংলাদেশ গড়ে ওঠে, যেখানে ধনী-গরিব সবাই সমানভাবে স্বাস্থ্যসেবা ভোগ করতে পারে।
এ সময় জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন, যুগ্ম আহ্বায়ক আব্দুল ওয়াহাব, জেলা কৃষক দলের সদস্য সচিব মনজুরে মওলা পলাশ, ক্ষেতলাল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক, জেলা যুবদলের সাবেক আহ্বায়ক এটিএম শাহনেওয়াজ কবির শুভ্র ও জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শামস মতিন উপস্থিত ছিলেন।
বিডিপ্রতিদিন/কবিরুল