সিলেটের কানাইঘাটে রাস্তা থেকে তুলে নিয়ে সাইফুল ইসলাম দনা নামে এক যুবক খুনের ঘটনায় নারায়ণগঞ্জ থেকে প্রধান আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব। আদালতের মাধ্যমে গতকাল তাকে কারাগারে পাঠানো হয়েছে। রবিবার রাতে নারায়ণগঞ্জের সোনারগাঁ থানাধীন ঝাউচর মেঘনাঘাট থেকে শাকিল আহমদ নামে ওই আসামি গ্রেপ্তার হন। শাকিল সিলেটের কানাইঘাট উপজেলার রাতাছড়া গ্রামের আবদুল হান্নান মিয়ার ছেলে। নিহত সাইফুল ইসলাম দনা একই গ্রামের বাসিন্দা। র্যাব-৯-এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ জানান, শাকিল আহমদকে কানাইঘাট থানায় হস্তান্তর করা হয়েছে। সাইফুল ও শাকিল দুই বন্ধু। ২ লাখ টাকা লেনদেন নিয়ে তাদের মধ্যে বিরোধ চলছিল।