গত বছরের ৪ আগস্ট জেলা বিএনপি কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ মামলায় নাসিমা সুলতানা মহুয়া নামে এক মহিলা লীগ নেত্রীকে আটক করেছে পুলিশ। গতকাল বিকালে শহরের পালবাড়ি-গাজিরঘাট থেকে তাকে আটক করা হয়। তিনি পালবাড়ির সোহরাব আলী খানের মেয়ে। যশোর ডিবি পুলিশের ওসি মনজুরুল হক ভূঁঞা জানান, বিএনপি কার্যালয়ে হামলা ও অগ্নিসংযোগের ঘটনার তদন্তে নাসিমা সুলতানা মহুয়ার সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেছে।