নাটোরের সিংড়ায় ক্ষুদ্র নৃগোষ্ঠীর ১০০ জনের মাঝে ২০০টি ছাগল বিতরণ করা হয়েছে। গতকাল সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃগোষ্ঠীর আর্থ-সামাজিক ও জীবন মানোন্নয়নের লক্ষ্যে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় এসব বিতরণ করা হয়। উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে এ কার্যক্রম উদ্বোধন করেন সিংড়ার ইউএনও আবদুল্লাহ আল রিফাত। তাশরিফুল ইসলাম, খন্দকার ফরিদ, আবু দাউদ উপস্থিত ছিলেন।