বরিশাল শিল্পনগরীতে (বিসিক) খান সন্স গ্রুপের সুতার কারখানায় অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। গতকাল দুপুর ১২টার দিকে শর্টসার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত হয় বলে ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার রবিউল আল আমিন জানিয়েছেন। তিনি বলেন, সুতা কারখানায় সিলিংয়ে জমা ডাস্টে বৈদ্যুতিক শর্টসার্কিটে আগুন ধরে। যা কারখানায় থাকা তুলার মধ্যে ছড়িয়ে পড়ে। এতে আগুন নিয়ন্ত্রণে আনতে সময় বেশি লেগেছে।