মাদারীপুর সরকারি কলেজের শিক্ষার্থীর ওপর হামলাকারী মাদকসেবীদের গ্রেপ্তার ও বিচার দাবিতে গতকালও সড়ক অবরোধ ও বিক্ষোভ করা হয়েছে। এ ঘটনায় দুদিন ধরে মাদারীপুর-শরীয়তপুর-চাঁদপুর আঞ্চলিক মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। স্থানীয়রা জানায়, কলেজ প্রাঙ্গণে মাদক সেবনের প্রতিবাদ করলে বুধবার সন্ধ্যায় শিক্ষার্থী ইকবাল আমিনের (২০) ওপর হামলা করা হয়। এর প্রতিবাদে সাধারণ শিক্ষার্থীরা গতকাল বেলা ১১টায় থেকে সড়ক অবরোধ করেন। ওই সড়কে যানবাহন চলাচল বন্ধ থাকে। ওসি আদিল হোসেন জানান, ‘হামলাকারীদের দ্রুত আইনের আওতায় আনা হবে।’