গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ী জরুন এলাকার কেয়া নিট কম্পোজিট কারখানার ছাঁটাই করা শ্রমিকরা সার্ভিস বেনিফিটের দাবিতে বিক্ষোভ করেছেন। গতকাল তিন শতাধিক শ্রমিক কারখানার মূল ফটকের সামনে অবস্থান নিয়ে এ বিক্ষোভ করেন। অক্টোবর মাসে তিন শতাধিক শ্রমিককে ছাঁটাই করে কারখানা কর্তৃপক্ষ। পরে ৩০ কর্মদিবসের মধ্যে সার্ভিস বেনিফিট পরিশোধ করার কথা থাকলেও তা না করে নতুন করে নোটিস দেয়। এক শ্রমিক বলেন, ‘মালিকপক্ষ বলছিল ৩০ কর্মদিবসের মধ্যে টাকা দেবে। কিন্তু ৩০ কর্মদিবস শেষ হলেও মালিকপক্ষ টাকা না দিয়ে নতুন নোটিস দেয়।’ এক শ্রমিক বলেন, তিন কিস্তিতে কত টাকা দেবে নোটিসে তা উল্লেখ নেই। আমরা কোন ভরসায় থাকব।