টাঙ্গাইল শহরের আকুরটাকুর পাড়ায় নকল ওষুধ বিক্রির অভিযোগে লাজফার্মা প্রতিষ্ঠানকে ২ লাখ টাকা জরিমানা করেছে ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর। লাজফার্মার পক্ষ থেকে জানানো হয়, ওষুধ সরবরাহকারী তাদের সঙ্গে প্রতারণা করেছে। ভুলবশত এই ওষুধ দোকানে এসেছে। এদিকে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেংগারচর বাজারে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি এবং সংরক্ষণের দায়ে ৫ প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।