চার জেলায় সড়ক দুর্ঘটনায় পাঁচজন নিহত হয়েছেন। প্রতিনিধিদের পাঠানো খবর-
চট্টগ্রাম : ফটিকছড়ি-খাগড়াছড়ি সড়কে গতকাল সন্ধ্যায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে পুলিশের এক এএসআইসহ দুজন নিহত হয়েছেন। তারা হলেন- মানিকছড়ি থানার এএসআই সাইফুল ইসলাম (৪০) ও মানিকছড়ির মো. ইসমাইলের ছেলে হাফিজ (৩০)। সিরাজগঞ্জ : উল্লাপাড়ায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী শিমুল পারভেজ (১৬) নিহত হয়েছে। টঙ্গী : গাজীপুরের টঙ্গীতে বুধবার রাতে সড়ক দুর্ঘটনায় এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। নিহতের নাম কৃত্তিবাস দাস (২৯)। কলাপাড়া : পটুয়াখালীর কলাপাড়ায় বুধবার রাতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ট্রলির সঙ্গে ধাক্কা লেগে রবিউল মোল্লা (২৬) নামে এক বিকাশ কর্মীর মৃত্যু হয়েছে।