মুন্সিগঞ্জের গজারিয়ায় অস্ত্রসহ রবিন (৩০) নামে এক যুবককে আটক করে পুলিশে দিয়েছে গ্রামবাসী। গতকাল দুপুরে গুয়াগাছিয়া ইউনিয়নের ভাষারচর গ্রামসংলগ্ন মেঘনা নদীতে এ ঘটনা ঘটে। আটক রবিন চাঁদপুরের মতলব উত্তর উপজেলার বেলতলী গ্রামের মো. শহীদুল্লাহর ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, মেঘনা নদীতে টহলরত পুলিশের ধাওয়া খেয়ে একটি ইঞ্জিনচালিত ট্রলার দ্রুত ভাষারচর এলাকায় ঢুকে পড়ে। ট্রলারের গতিবিধি সন্দেহজনক মনে হওয়ায় স্থানীয়রা কাছে গেলে ট্রলারে থাকা ছয়জনের একটি দল অস্ত্র দেখিয়ে ভয় দেখানোর চেষ্টা করে। বিষয়টি নিশ্চিত করে গজারিয়া থানার ওসি আনোয়ার আলম আজাদ জানান, এ ঘটনায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।