সংস্কার ও রক্ষণাবেক্ষণের অভাবে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় গুরুত্বপূর্ণ ও ব্যস্ত কোচাশহর-ফাঁসিতলা সড়ক যানবাহন চলাচলের প্রায় অনুপযোগী হয়ে পড়েছে। ফলে হাজার হাজার যাত্রীকে প্রতিদিন চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। স্থানীয়রা জানান, গোবিন্দগঞ্জের কোচাশহর চারমাথা মোড় থেকে ফাঁসিতলা বাজার পর্যন্ত প্রায় ৬ কিলোমিটার সড়ক কয়েক বছর আগে সংস্কার করা হয়। এরপর ওই সড়কে আর কোনো উন্নয়ন হয়নি। ব্যস্ত এ সড়কে প্রতিদিন ট্রাক, সিএনজি, প্রাইভেট কার, নসিমন, ইজিবাইক, অটোরিকশাসহ অসংখ্য যানবাহন চলাচলের কারণে বিভিন্ন স্থানে কার্পেটিং উঠে খানাখন্দের সৃষ্টি হয়েছে। কয়েক দিনের টানা বৃষ্টিতে সড়কটির অবস্থা আরও শোচনীয় হয়ে পড়েছে। খানাখন্দে পড়ে যানবাহন উল্টে প্রায়ই দুর্ঘটনা ঘটছে। কোনো যানবাহন গর্তে আটকে দীর্ঘ যানজটেরও সৃষ্টি হয়ে থাকে। জনগুরুত্বপূর্ণ এ সড়ক দিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষ চলাচল করে। ঢাকা-রংপুর মহাসড়কের যানবাহন এ সড়ক দিয়ে মহিমাগঞ্জ হয়ে সাঘাটাসহ আশপাশের বিভিন্ন গন্তব্যে যাতায়াত করে। বগুড়া, দিনাজপুর ও রংপুরগামী যানবাহনও অনেক সময় এ সড়ক দিয়ে চলাচল করে। সরেজমিন দেখা গেছে, উপজেলার মহিমাগঞ্জে ভারী শিল্পকারখানা থাকায় এ সড়কে যানবাহনের চাপ বেশি। হরিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে চাঁদপাড়া বাজার পর্যন্ত সড়কটির অনেক জায়গা ভেঙেচুরে ছোটবড় অসংখ্য গর্তের সৃষ্টি হয়ে যানবাহন চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। বিশেষ করে ধর্মা কাজীপাড়া অংশে সড়কের অবস্থা খুবই নাজুক। স্থানীয়দের অভিযোগ, সড়কের এ বেহাল অবস্থার কারণে সেখানে যানবাহন চলাচলও কমছে। এতে প্রতিদিন স্কুল-কলেজগামী শিক্ষার্থী ছাড়াও সাধারণ মানুষ দুর্ভোগের শিকার হচ্ছে। স্থানীয় শাহাদুল ইসলাম, হাবিবুর রহমান বলেন, এ সড়ক আগে রংপুর চিনিকলের আওতায় ছিল। তখন তারা নিয়মিত সড়কের রক্ষণাবেক্ষণ করত। এখন সড়কটি বেহাল থাকায় প্রতিদিন দূরদূরান্ত থেকে আসা মানুষ বহু কষ্টে যাতায়াত করে। কোচশহর এলাকার হোসিয়ারি ব্যবসায়ী সাইদুর রহামান বলেন, সড়কটি ভেঙেচুরে যাওয়ায় মালামাল আনা-নেওয়া করতে বেশি টাকা ভাড়া গুনতে হচ্ছে। দূরের ব্যবসায়ীরাও এলাকায় কম আসছেন। এতে ব্যবসায় ঘাটতি হচ্ছে। সিএনজিচালক শফিকুল ইসলাম, অটোরিকশাচালক হাসান আলীসহ অনেকেই বলেন, ভাঙাচোরা এ সড়কে যেতেই চাকা গর্তে পড়ে যায়। অনেক সময় গাড়ি আটকে ও উল্টে যায়। তখন পড়তে হয় বিপাকে। কোচাশহর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জহুরুল হক বলেন, ইতোমধ্যে সড়কটির টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। গোবিন্দগঞ্জ উপজেলা প্রকৌশলী মাহবুবুল হক বলেন, ‘কোচাশহর-ফাঁসিতলা সড়কে খানাখন্দের বিষয়ে শুনেছি। সাধারণ মানুষের দুর্ভোগের কথা মাথায় রেখে সড়কটি দ্রুত মেরামতের ব্যবস্থা নেওয়া হবে।’
শিরোনাম
- গণভোটের বিষয়ে ইসির প্রজ্ঞাপন
- ৩০০ আসনে রিটার্নিং ও সহকারী রিটার্নিং অফিসার নিয়োগ দিয়ে ইসির প্রজ্ঞাপন
- মগবাজার, মৌচাক ও মোহাম্মদপুরে ককটেল বিস্ফোরণ
- মেডিকেল ভর্তি পরীক্ষা আজ, কেন্দ্রের গেট বন্ধ হবে সাড়ে ৯টায়
- খালেদা জিয়ার চিকিৎসার সর্বশেষ অবস্থা জানাল মেডিকেল বোর্ড
- আমরা এখনো সিরিয়াস না হলে দেশের অস্তিত্ব হুমকির সম্মুখীন হবে: তারেক রহমান
- যুগপৎ আন্দোলনের সঙ্গীদের সঙ্গে বিএনপির বৈঠক পেছাল
- মাদকের টাকার জন্য নিজের ঘরে আগুন দিল যুবক
- তানজানিয়ায় নির্বাচনী সহিংসতা, দুই হাজারের বেশি নিহত
- লালবাগে ছুরিকাঘাতে যুবক খুন
- এশিয়া কাপের হ্যাটট্রিক শিরোপা জয়ের ব্যাপারে আশাবাদী হাকিম
- মাদারীপুরে আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন
- জবিতে তিন দফা দাবিতে ভিসি ভবন ঘেরাওয়ের হুশিয়ারি
- তফসিল ঘোষণাকে স্বাগত জানিয়েছে খেলাফত মজলিস
- সিরিয়ার সঙ্গে যুদ্ধ অনিবার্য: ইসরায়েলি মন্ত্রী
- ভেনেজুয়েলার ন্যাশনাল গার্ড মানবতাবিরোধী অপরাধ করেছে: জাতিসংঘ
- জাতি একটি ভালো নির্বাচনের অপেক্ষায় আছে: দুলু
- রেকর্ড ৯০১ বিলিয়ন ডলারের প্রতিরক্ষা ব্যয় বিল পাস যুক্তরাষ্ট্রের
- মাইজভাণ্ডারী যুব ফোরামের উদ্যোগে ‘ক্যারিয়ার গাইডেন্স’ সেমিনার
- লালমনিরহাটে জন্মান্ধ হাফেজার পাশে বিএনপি নেতা দুলু